Lava Blaze 5G: ভারতে লাভা ব্লেজ ৫জি (Lava Blaze 5G) ফোন লঞ্চ হতে চলেছে আগামী ৭ নভেম্বর। জানা গিয়েছে, এই ৫জি ফোন (5G Phone) কেনা যা জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon) মারফত। এই ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে হবে বলে অনুমান করা হচ্ছে। ভারতীয় সংস্থা ‘লাভা’-র দাবি এটি সবচেয়ে সস্তা ৫জি ফোন হতে চলেছে।লাভা ব্লেজ ৫জি ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। এছাড়াও এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে যেখানে AI ফিচার থাকবে। এছাড়াও লাভা ব্লেজ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর পাশাপাশি ফোনের ইনবিল্ট মোমোরি ৭ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজ ব্যবহার করে এই র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। এই ৫জি ফোনের দাম কত হবে তা ৭ নভেম্বরই প্রকাশ্যে আসবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে ভিভো ভি২৫ সিরিজের সাকসেসর হিসেবে ভিভো ভি২৭ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এই সিরিজে থাকতে পারে ভিভো ভি২৭, ভিভো ভি২৭ প্রো এবং ভিভো ভি২৭ই- এই তিনটি ফোন।
লাভা ব্লেজ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই স্মার্টফোনে থাকতে চলেছে একটি ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস LCD IPS ডিসপ্লে। এটি একটি কার্ভড ডিসপ্লে হবে এবং রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ।
- লাভা ব্লেজ ৫জি ফোনে থাকছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। এছাড়াও এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২-র সাহায্যে। এই ফোনে থাকছে ৪ জিবি অনবোর্ড র্যাম এবং সেই র্যামের পরিমাণ আরও ৩ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর সঙ্গে লাভা ব্লেজ ৫জি ফোনে রয়েছে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ।
- লাভা সংস্থার এই ৫জি ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের AI ক্যামেরা প্রাইমারি সেনসর হিসেবে থাকবে। ফোনের ডিসপ্লের উপর থাকবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। তবে চার্জিং ফিচার বা ব্যাটারি লাইফ প্রসঙ্গে বিশদে কিছু জানা যায়নি।
- লাভা ব্লেজ ৫জি ফোনে একটি টাইপ-সি ইউএসবি পোর্টের সাপোর্ট রয়েছে। এর সাহায্যেই ফোনে চার্জ দেওয়া সম্ভব। ফনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। একাধিক ৫জি ব্যান্ডের সাপোর্ট রয়েছে এই ফোনে। এর সঙ্গে ৪জি VoLTE, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি ৫.১ ওয়্যারলেস কানেক্টিভিটি রয়েছে লাভা ব্লেজ ৫জি ফোনে।
আরও পড়ুন- ভারতে ভিভো ভি২৭ সিরিজ কবে লঞ্চ হবে? কোন কোন ফোন লঞ্চ হতে পারে, দেখে নিন