Vivo V27 Series: ভিভো ভি২৭ সিরিজ (Vivo V27 Series) লঞ্চ হতে চলেছে ভারতে। এই সিরিজের থাকতে পারে ভিভো ভি২৭ (Vivo V27), ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro) এবং ভিভো ভি২৭ই (Vivo V27e)- এই তিনটি ফোন। ভারতে ভিভোর নতুন স্মার্টফোন সিরিজ কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। এর পাশাপাশি শোনা যাচ্ছে ভিভো ভি২৭ই ফোন পরে লঞ্চ হতে পারে। তবে কোনও ফোনের লঞ্চের সঠিক দিনক্ষণ এখনও জানা যায়নি। নতুন জেনারেশনের মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকতে পারে এই ফোনগুলিতে। ভিভো ভি২৫ সিরিজের (Vivo V25 Series) সাকসেসর হিসেবে ভিভো ভি২৭ সিরিজ লঞ্চ হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। ভিভো ভি২৫ সিরিজের মধ্যেও লঞ্চ হয়েছিল ভিভো ভি২৫, ভিভো ভি২৫ প্রো এবং ভিভো ভি২৫ই- এই তিনটি ফোন। ভারতে ভিভো ভি২৫ সিরিজের তিনটি ফোনই লঞ্চ হয়েছে। এবার তারই সাকসেসর মডেলগুলি লঞ্চ হতে চলেছে।


আইফোন ১৪ 


জিও মার্টের অফলাইন স্টোরে আইফোন ১৪- র ১২৮ জিবি স্টোরেজ মডেল পাওয়া যাচ্ছে ৭৭,৯০০ টাকায়। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশন ব্যবহার করে ফোন কিনলে ৫০০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের কাছে। অর্থাৎ মোট ৭০০০ টাকা ছাড়ে আইফোন ১৪ কেনার সুযোগ থাকছে। তবে জিও মার্টের অনলাইন ওয়েবসাইটের ক্ষেত্রে দাম ৭৯,৯০০ টাকাই ধার্য করা হয়েছে। এই দামেই আইফোন ১৪ ভারতে লঞ্চ হয়েছিল।


রিয়েলমি ১০ ৪জি 


রিয়েলমি ১০ ৪জি ফোনও লঞ্চ হতে চলেছে ভারতে। যদিও সঠিক দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। ভারতের আগে ইন্দোনেশিয়াতে লঞ্চ হবে রিয়েলমি ১০ ৪জি ফোন। আগামী ৯ নভেম্বর এই ফোন ইন্দোনেশিয়াতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।


নোকিয়া ২৭৮০ ফ্লিপ 


সম্প্রতি আবার লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন ফিচার ফোন নোকিয়া ২৭৮০ ফ্লিপ। গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে নোকিয়ার এই ফোন। ভারতে নোকিয়ার এই ফিচার ফোন এখনও লঞ্চ হয়নি। কবে লঞ্চ হবে তাও জানা যায়নি। এমনকি এই ফোনের দাম ভারতে কত হতে পারে সেই প্রসঙ্গেও কিছু জানা যায়নি। তবে গ্লোবাল মার্কেটে এই ফোনের দাম ৯০ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪৫০ টাকা। নীল এবং লাল রঙে এই ফোন লঞ্চ হয়েছে। নোকিয়া ওয়েবসাইটে সম্ভবত ১৭ নভেম্বর থেকে উপলব্ধ হবে এই ফোন।


আরও পড়ুন- 'কোনও উপায় নেই তাই ছাঁটাই, বিপুল টাকা খোয়াচ্ছে টুইটার', মন্তব্য 'চিন্তিত' ইলনের