Lava Blaze 5G: গত বছর নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল লাভা ব্লেজ ৫জি (Lava Blaze 5G) ফোন। ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল এই ভ্যারিয়েন্ট। দাম ছিল ১০ হাজার টাকার মধ্যে। এবার নতুন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি (Lava Smartphone) ফোন। নতুন মডেলে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এছাড়াও রয়েছে ৩ জিবি এক্সপ্যান্ডেবল র্যাম ফিচার। লাভা ব্লেজ ৫জি ফোনের এই নতুন ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফার হিসেবে রয়েছে সামান্য ছাড়। সেক্ষেত্রে ১১,৪৯৯ টাকায় কেনা যাবে এই ফোনের নতুন ভ্যারিয়েন্ট। গ্লাস গ্রিন এবং গ্লাস ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি ফোন। কেনা যাবে সংস্থার ই-স্টোর এবং অ্যামাজন থেকে।
লাভা ব্লেজ ৫জি ফোনের স্পেসিফিকেশন
- এই ফোন লাভা ব্লেজ প্রো ফোনের মতোই দেখতে। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস IPS ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- লাভা ব্লেজ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্টে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ চিপসেট। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের AI মেন সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- লাভা সংস্থার এই ফোনে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Realme 10 Pro Coca Cola Edition: রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। কালো রঙে লঞ্চ হয়েছে এই ফোনে। সেই সঙ্গে ফোনের ব্যাক প্যানেলে রয়েছে কোকা-কোলা লোগো। আগামী ১৪ ফেব্রুয়ারি এই ফোনের বিক্রি শুরু হবে। ফ্লিপকার্ট এবং রিয়েলমি অনলাইন স্টোর থেকে কেনা যাবে রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশন। রিয়েলমি ১০ প্রো ফোনের স্পেশাল এডিশনে স্ট্যান্ডার্ড ভার্সানের মতোই ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে। রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর।
আরও পড়ুন- ১০ মিনিটেরও কম সময়ে ফুল চার্জ হবে ফোন ! কীভাবে হবে এমন ম্যাজিক?