Lava Blaze 5G: অক্টোবর মাসে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস ২০২২ (IMC)- এ লাভা ব্লেজ ৫জি (Lava Blaze 5G) ফোনের ঘোষণা করা হয়েছিল। শোনা যাচ্ছে, এবার এই ফোনের বিক্রি শুরু হবে জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon India) মাধ্যমে। ৩ নভেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে বলে শোনা গিয়েছে। এই ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে হবে বলে অনুমান করা হচ্ছে। ভারতীয় সংস্থা ‘লাভা’-র দাবি এটি সবচেয়ে সস্তা ৫জি ফোন হতে চলেছে। লাভা ব্লেজ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর থাকবে বলেও শোনা গিয়েছে।  


ভারতে নোকিয়ার নতুন ৫জি ফোন নোকিয়া জি৬০ ৫জি লঞ্চ হয়েছে।  এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। ৮ নভেম্বর থেকে নোকিয়ার এই ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। অন্যদিকে শোনা যাচ্ছে যে, রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন ভারতে লঞ্চ হতে পারে অন্য নাম নিয়ে। এই ফোন শাওমি ১২আই হাইপারচার্জ নাম নিয়ে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে।


লাভা ব্লেজ ৫জি ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার



  • এই স্মার্টফোনে থাকতে চলেছে একটি ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস LCD IPS ডিসপ্লে। এটি একটি কার্ভড ডিসপ্লে হবে এবং রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ।

  • লাভা ব্লেজ ৫জি ফোনে থাকছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। এছাড়াও এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২-র সাহায্যে। এই ফোনে থাকছে ৪ জিবি অনবোর্ড র‍্যাম এবং সেই র‍্যামের পরিমাণ আরও ৩ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর সঙ্গে লাভা ব্লেজ ৫জি ফোনে রয়েছে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ।

  • লাভা সংস্থার এই ৫জি ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের AI ক্যামেরা প্রাইমারি সেনসর হিসেবে থাকবে। ফোনের ডিসপ্লের উপর থাকবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। তবে চার্জিং ফিচার বা ব্যাটারি লাইফ প্রসঙ্গে বিশদে কিছু জানা যায়নি।

  • লাভা ব্লেজ ৫জি ফোনে একটি টাইপ-সি ইউএসবি পোর্টের সাপোর্ট রয়েছে। এর সাহায্যেই ফোনে চার্জ দেওয়া সম্ভব। ফনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। একাধিক ৫জি ব্যান্ডের সাপোর্ট রয়েছে এই ফোনে। এর সঙ্গে ৪জি VoLTE, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি ৫.১ ওয়্যারলেস কানেক্টিভিটি রয়েছে লাভা ব্লেজ ৫জি ফোনে।


আরও পড়ুন- ভারতে শাওমি ১২আই হাইপারচার্জ নামে লঞ্চ হতে পারে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন