Lava Smartphone: লাভা ব্লেজ কার্ভ ৫জি (Lava Blaze Curve 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৫ মার্চ দুপুর ১২টায়। এই ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা (Triple Rear Camera Unit) সেটআপ। এছাড়াও ভারতের নিজস্ব সংস্থা লাভা- র নতুন ৫জি ফোনের (Lava 5G Phone) ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউট থাকবে যেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। লাভা সংস্থা এক্স হ্যান্ডেলে এই ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। ই-কমার্স সংস্থা অ্যামাজনে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অর্থাৎ লঞ্চের পর এই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে। টিজারে দেখা গিয়েছে লাভার আসন্ন ফোনে কার্ভ ডিসপ্লে থাকবে। এছাড়াও দেখা গিয়েছে, ফোনের রেয়ার প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। ফোনের ব্যাক প্যানেলে উপরে বাঁদিকের কোণে তিনটি গোলাকার আলাদা ক্যামেরা ইউনিট থাকবে। এর সঙ্গে থাকবে গোলাকার এলইডি ফ্ল্যাশ ইউনিট। গাঢ় সবুজ রঙের শেডে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এর সঙ্গে থাকবে একটি চকচকে বা গ্লসি ফিনিশ। 


ভারতে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনের দাম কত হতে পারে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?


লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে। এই ফোনের দাম ১৬ হাজার টাকা থেকে ১৯ হাজার টাকার মধ্যে হতে পারে। লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকার কথা রয়েছে। এছাড়াও এই ফোনে UFS 3.1 অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। এর পাশাপাশি ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। 


ভারতে ১০ হাজার টাকার কম দামে লঞ্চ হয়েছে নতুন স্মার্টফোন


ভারতে লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক ২০সি ফোন। এই ফোন দেশে লঞ্চ হয়েছে Alpenglow Gold, Gravity Black, Mystery White, Magic Skin Green- এই চার রঙে। টেকনো স্পার্ক ২০সি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এই ফোনের ক্ষেত্রে ১০০০ টাকা লঞ্চ অফার রয়েছে। তার ফলে ফোনের দাম কমে হচ্ছে ৭৯৯৯ টাকা। আগামী ৫ মার্চ থেকে টেকনো স্পার্ক ২০সি ফোনের বিক্রি শুরু হবে। এক্সক্লুসিভ ভাবে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে আইটেল পি৫৫টি, দাম কত? কী কী ফিচার রয়েছে এই ফোনে?