Lava Blaze Curve 5G: ভারতের সংস্থা লাভা (Lava Smartphones), নতুন একটি ৫জি ফোন (5G Phone) লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। এবার দেশে লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ কার্ভ ৫জি (Lava Blaze Curve 5G) ফোন। নাম শুনেই বোঝা যাচ্ছে এই ফোনে কার্ভড ডিসপ্লে (Curved Display) থাকবে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন সম্পর্কে কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে ফোনের দাম সম্পর্কেও পাওয়া গিয়েছে আভাস। শোনা গিয়েছে, লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকতে চলেছে। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকতে পারে।
টিপস্টার পারস গগলানি এক্স মাধ্যমে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনের দাম সম্পর্কে আভাস দিয়েছে। তাঁর দাবি, ভারতে এই ফোনের দাম শুরু হবে ১৬ হাজার টাকা থেকে ১৯ হাজার টাকার মধ্যে। দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন। শোনা যাচ্ছে, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন লঞ্চ হতে পারে। সম্ভবত মার্চ মাসের প্রথম সপ্তাহে এই ফোন ভারতে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। UFS 3.1 ধরনের স্টোরেজ থাকতে পারে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন। এছাড়াও এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ৬৪ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনে।
লাভা ইয়ুভা ৩ ফোন
ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে লাভা ইয়ুভা ৩ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৭৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর Unisoc T606 প্রসেসর। লাভা ইয়ুভা ৩ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত সেনসর এবং একটি ভিজিএ সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই বাজেট স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জার (ফোনের বাক্সে) রয়েছে।