Lava Smartphone: স্মার্টফোন এখন আমাদের নিত্যসঙ্গী। ভারতের বাজারে একাধিক বিদেশি কোম্পানির স্মার্টফোন গত কয়েকবছরে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। তবে এদিকে এখন আর পিছিয়ে নেই দেশীয় সংস্থাগুলি। সম্প্রতি ভারতের নিজস্ব মোবাইল প্রস্তুতকারী সংস্থা লাভা একটি ফোন লঞ্চ করেছে। এবার লঞ্চ হয়েছে Lava Blaze NXT। চলতি বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Lava Blaze ফোন। তারই আপডেটেড ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে Lava Blaze NXT । এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ। এছাড়াও এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির IPS ডিসপ্লে রয়েছে, যেখানে HD+ রেজোলিউশন পাওয়া যাবে। এই ফোনের ডিসপ্লের উপর একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন যুক্ত থাকবে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করা থাকবে। এছাড়াও এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে।
ভারতে Lava Blaze NXT ফোনের দাম এবং উপলব্ধতা
ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। সেখানে এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ধার্য হয়েছে ৯২৯৯ টাকা। লাল এবং সবুজ রঙে লঞ্চ হয়েছে Lava Blaze NXT ফোন। কবে থেকে দেশে এই ফোনের বিক্রি শুরু হবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।
Lava Blaze NXT ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির IPS HD+ ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক জি৩৭ হেলিও প্রসেসর। তার সঙ্গে ৪ জিবি র্যাম যুক্ত রয়েছে। এই ফোনে ভার্চুয়াল র্যামের সুবিধা রয়েছে। এর ফলে র্যামের পরিমাণ ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে আরও ৩ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- Lava Blaze NXT ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরায় ১৩ মেগাপিক্সেলের AI সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। Lava Blaze NXT ফোনে রয়েছে একটি প্রিমিয়াম গ্লাস ব্যাক প্যানেল ডিজাইন। এর উপরেই রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে সারাদিন ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি সংস্থার।
Infinix Smartphone
১ ডিসেম্বর ভারতে লঞ্চ হবে ইনফিনিক্স হট ২০ ৫জি সিরিজ। এই সিরিজের মধ্যে থাকবে ইনফিনিক্স হট ২০ ৫জি এবং ইনফিনিক্স হট ২০ প্লে - এই দুই ফোন।