Lava Blaze Pro: ভারতে লঞ্চ হয়েছে Lava Blaze Pro ফোন। এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। ৪জি কানেক্টিভিটির এই ফোন নির্মাণ করেছে ভারতের নিজস্ব সংস্থা Lava। এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির IPS ডিসপ্লে যেখানে HD+ রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। Lava Blaze Pro ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, যা আবার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। নতুন Lava Blaze Pro ফোনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের AI প্রাইমারি ক্যামেরা সেনসর। এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর সঙ্গে রয়েছে একটি LED ফ্ল্যাশ।


ভারতে Lava Blaze Pro ফোনের দাম ও উপলব্ধতা


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। এই ফোনের একটি ৩২ জিবি স্টোরেজ মডেলও রয়েছে। সেটিই Lava Blaze Pro ফোনের বেসিক মডেল। এই ফোনের দাম এখনও জানা যায়নি। প্রকাশ্যে আনেনি Lava সংস্থা। Glass Blue, Glass Green Gold, Glass Green, Glass Orange- এই সমস্ত রঙে কেনা যাবে Lava Blaze Pro ফোন। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। তবে কবে থেকে Lava Blaze Pro ফোনের বিক্রি ভারতে শুরু হবে তা এখনও ঘোষণা করা হয়নি।


Lava Blaze Pro ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির 2.5D Curved IPS ডিসপ্লে রয়েছে যেখানে আবার HD+ রেজোলিউশন পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডিসপ্লের উপর রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন, যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করা থাকবে।

  • Lava Blaze Pro ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর থাকছে। তার সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। ৩ জিবি ভার্চুয়াল র‍্যামের সুবিধা রয়েছে এই ফোনে। আর মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

  • এই ৪জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে একটি ম্যাক্রো এবং একটি পোর্ট্রেট সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে Lava Blaze Pro ফোনে।