Lava Phones: লাভা বোল্ড এন১ এবং লাভা বোল্ড এন১ প্রো- ভারতে লঞ্চ হয়েছে এই দুই ফোন। ভারতের নিজস্ব সংস্থা লাভা। তাদের এই দুই ফোন বাজেট সেগমেন্টের মডেল। এখানে রয়েছে Unisoc চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি। লাভা এন১ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। অন্যদিকে লাভা বোল্ড এন১ প্রো ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। লাভা এন১ এবং লাভা এন১ প্রো- দুই ফোনই ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। লাভা বোল্ড এন১ ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। অন্যদিকে লাভা বোল্ড এন১ প্রো ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যেখানেও এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। 

ভারতে লাভা বোল্ড এন১ প্রো ফোনের দাম শুরু হচ্ছে ৬৭৯৯ টাকা থেকে। অন্যদিকে লাভা বোল্ড এন ফোনের দাম শুরু হচ্ছে ৫৯৯৯ টাকা থেকে। অ্যামাজন ইন্ডিয়া থেকে এক্সক্লুসিভ ভাবে এই দুই ফোন কেনা যাবে। লাভা বোল্ড এন১ ফোনের বিক্রি শুরু হবে ৪ জুন থেকে। আর লাভা বোল্ড এন১ প্রো মডেলের বিক্রি শুরু হবে ২ জুন থেকে। লাভা সংস্থার এন সিরিজের এই দুই ফোনই ভারতে লঞ্চ হয়েছে দুটো রঙে। ক্রেতারা প্রো মডেলে ১০০ টাকা ছাড় পাবেন কুপন কোড ব্যবহার করলে। এছাড়াও লাভা সংস্থা দেবে ফ্রি হোম সার্ভিস। 

লাভা বোল্ড এন১ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 

  • লাভা বোল্ড এন১ প্রো ফোনে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট রয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র আপগ্রেড পাওয়া যাবে। এর সঙ্গে ২ বছরের সিকিউরিটি আপডেটও পাবেন ইউজাররা। 
  • ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে, অক্টা-কোর Unisoc T606 প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনে। ভার্চুয়াল র‍্যাম ফিচারের মাধ্যমে ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অনবোর্ড স্টোরেজের পরিমাণও ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এই ক্যামেরা সেনসর এআই ফিচার যুক্ত। এর সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট, ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর, ইউজারদের নিরাপত্তার জন্য ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে। আর ফোনের বাক্সে থাকবে ১০ ওয়াটের চার্জার। 

লাভা বোল্ড এন১ ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনের সাহায্যে। এই ফোনে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৪ জিবি বাড়ানো যাবে। ১৩ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। আর পাবেন ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এর সঙ্গে থাকছে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। এআই যুক্ত ক্যামেরা ফিচার এই ফোনেও রয়েছে।