Lava Smartphones: ভারতে লাভা সংস্থা নতুন ফোন লঞ্চ করতে চলেছে একথা আগেই জানা গিয়েছে। লাভা ও২ (Lava O2) ফোন লঞ্চ হবে ভারতে। এবার প্রকাশ্যে এল দিনক্ষণ। এক্স মাধ্যমে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে আগামী ২২ মার্চ ভারতীয় সময় দুপু ১২টায় এই ফোন লঞ্চ (Lava Smartphone) হবে। একটি অফিশিয়াল টিজার প্রকাশ্যে এসেছে। সেখান থেকে ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। লঞ্চের পর লাভা ও২ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইট থেকে। ইতিমধ্যেই সেখানে এই ফোনের জন্য একটি মাইক্রো সাইট লাইভ হয়েছে। জানা গিয়েছে, লাভা ও২ ফোন পরিচালিত হবে একটি Unisoc T616 প্রসেসরের সাহায্যে। এর সঙ্গে যুক্ত থাকবে ৮ জিবি র‍্যাম। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। আগামী ২২ মার্চ দুপুর ১২টা থেকে লাভা সংস্থার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে লাভা ও২ ফোন লঞ্চের ইভেন্ট লাইভ দেখা যাবে। আগ্রহীরা নিজেদের মোবাইল নম্বর এবং নাম দিতে রেজিস্টার করতে পারবেন। 


এবার দেখে নেওয়া যাক লাভা ও২ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে 



  • এই ফোনের ক্ষেত্রে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স থাকতে চলেছে ফোনের বাঁদিকের সাইডের অংশে। এই ফোন পরিচালিত হবে একটি octa-core Unisoc T616 চিপসেটের সাহায্যে। 

  • ডিসপ্লের উপর একটি হোল পাঞ্চ কাট আউট থাকবে উপরের দিকের বর্ডার অংশের মাঝবরাবর। সেখানে থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • লাভা ও২ ফোনের ব্যাক প্যানেলে একটি চৌকো আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে। সেখানে থাকবে দুটো ক্যামেরা সেনসর। অর্থাৎ এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে, অনেকটা লাভা ইয়ুভা ৩ প্রো ফোনের মতো। 

  • ভারতে লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে লাভা ও২ ফোন কেনা যাবে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সমেত। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

  • লাভা ও২ ফোন একটি ম্যাজেস্টিক পার্পল শেডে লঞ্চ হতে পারে ভারতে। এই ফোনে ৬.৫ ইঞ্চির স্ক্রিন থাকার সম্ভাবনা রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্ট হতে পারে।

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।