Lava Phones: ভারতে ক্রমশ চাহিদা বাড়ছে দেশীয় সংস্থার তৈরি ফোনের। আর সেই সুবাদেই ভারতের বাজারে নিজেদের ব্যবসা আরও বাড়াতে তৎপর লাভা সংস্থা। নভেম্বর মাসে ভারতে আসছে লাভা- র নতুন ফোন। এবার লঞ্চ হবে লাভা অগ্নি ৪ মডেল। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। তার থেকেই অনুমান, লাভা অগ্নি ৪ ভারতে লঞ্চ হতে আর হয়তো বেশি দেরি নেই। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। লাভা অগ্নি ৩ লঞ্চ হয়েছিল গত বছর। তারই সাকসেসর মডেল হিসেবে দেশে লঞ্চ হতে চলেছে লাভা অগ্নি ৪ মডেল। 

Continues below advertisement

শোনা যাচ্ছে, লাভা অগ্নি ৪ ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট পাবেন ইউজাররা, এমনটাই শোনা গিয়েছে। এর পাশাপাশি এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকারও কথা রয়েছে। এছাড়াও থাকতে চলেছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে চলেছে। ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এই স্ক্রিনে। কালো রঙে লাভা অগ্নি ৪ ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি ভাবে সাজানো থাকবে pill shaped রেয়ার ক্যামেরা মডিউল। ভারতে এই ফোনের দাম শুরু হবে ২৫ হাজার টাকার আশপাশে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। 

লাভা সংস্থার আরেকটি নতুন ফোন লাভা বোল্ড এন১ লাইট ভারতে লঞ্চ হতে চলেছে। খুব তাড়াতাড়িই এই ফোন লঞ্চ হবে তা শোনা গিয়েছে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে লাভা বোল্ড এন১ লাইট ফোন কেনা যাবে। এর আগে লাভা বোল্ড এন১ এবং লাভা বোল্ড এন১ প্রো- এই দুই ফোন লঞ্চ হয়েছে। সেই সিরিজেই যুক্ত হতে চলেছে লাভা বোল্ড এন১ লাইট। লাভা বোল্ড এন১ লাইট ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ফোন ধুলো ও জলে সহজে নষ্ট হবে না। ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে চলেছে এই ফোনে। এটি একটি ৪জি ফোন। এখানে ৪জি এলইটি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এইসব কানেক্টিভিটি ফিচারের সাপোর্ট থাকবে। এছাড়াও ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে ফোনে চার্জ দেওয়া যাবে।          

Continues below advertisement