Lava Phones: ভারতে লঞ্চ হয়েছে লাভা অগ্নি ৪ ফোন। লাভা ভারতের নিজস্ব সংস্থা। এই দেশীয় কোম্পানির তৈরি ফোন আগেও লঞ্চ হয়েছে ভারতের বাজারে। এবার এল লাভা সংস্থার 'অগ্নি' সিরিজের নতুন ফোন। ২০২৪ সাল অর্থাৎ গত বছর ভারতে লঞ্চ হয়েছিল লাভা অগ্নি ৩ ফোন। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে লাভা অগ্নি ৪ ফোন। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি Flat AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ চিপসেট রয়েছে লাভা অগ্নি ৪ ফোনে। এছাড়াও এই ফোনে পাবেন ৫০০০ এমএএইচের ব্যাটারি সাপোর্ট।
ভারতে লাভা অগ্নি ৪ ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। লাভা সংস্থার দাবি, এটি ফোন লঞ্চের পর 'ইন্ট্রোডাক্টরি প্রাইস'। এর মধ্যে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে ফোন কিনলে কী কী অফার পাওয়া যাবে তা যুক্ত রয়েছে। ফ্যান্টম ব্ল্যাক এবং লুনার মিস্ট- এই দুই রঙে লাভা অগ্নি ৪ ফোন লঞ্চ হয়েছে ভারতে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। ফোনের বিক্রি শুরু হতে চলেছ ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে।
লাভা অগ্নি ৪ ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন
- অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে এই ফোনে। ইউজাররা পাবেন তিনটি অ্যান্ড্রয়েড আপগ্রেড সাপোর্ট। এছাড়াও চার বছরের সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল ও ধুলোয় ফোন সহজে নষ্ট হবে না। ওয়েট টাচ কন্ট্রোল ফিচার রয়েছে এই ফোনে। ভেজা বা তেলতেলে হাতে ফোন ধরলেও ব্যবহার করতে পারবেন।
- অ্যালুমিনিয়াম অ্যালয় মেটাল ফ্রেম দেখা যাবে এই ফোনে। এছাড়াও ফোনের সামনের অংশে পাবেন এই ফ্রেম। আর রেয়ার প্যানেলে থাকছে একটি ম্যাট AG গ্লাস। ফোনের স্ক্রিনের উপর কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন লেয়ার রয়েছে। সুপার অ্যান্টি-ড্রপ ডায়মন্ড ফ্রেম পাওয়া যাবে এই ফোনে।
- লাভা অগ্নি ৪ ফোনে রয়েছে MediaTek Dimensity 8350 চিপসেট। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনের স্ক্রিনের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৬৬ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। ৫০ শতাংশ চার্জ হবে ১৯ মিনিট সময় লাগবে বলে দাবি লাভা সংস্থার।