Lava Mobiles: ভারতের নিজস্ব সংস্থা লাভা। তারা একটি নতুন ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। লাভা প্লে ম্যাক্স লঞ্চ হতে চলেছে ভারতে। এর আগে দেশে লঞ্চ হয়েছে লাভা প্লে আলট্রা ৫জি ফোন। এবছর অগস্ট মাসে এই ফোন লঞ্চ হয়েছে। সেই দলেই নাম জুড়বে লাভা প্লে ম্যাক্স ফোনের। তবে এই ফোন কবে ভারতে লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। কিন্তু খুব বেশি দেরি নেই বলেই অনুমান। আনুষ্ঠানিক লঞ্চের আগে লাভা প্লে ম্যাক্স মডেলের বেশ কিছু সম্ভাব্য ফিচার এবং সম্ভাব্য দাম সম্পর্কে জানা গিয়েছে। এক্স মাধ্যমে ফাঁস হয়েছে এইসব তথ্য। লাভা প্লে ম্যাক্স ফোনের ডিজাইন সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে একটি টিজারের মাধ্যমে। 

Continues below advertisement

লাভা প্লে ম্যাক্স ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, লঞ্চের আগেই দেখে নিন একনজরে 

  • এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে ফোনের ব্যাক প্যানেলে। লম্বালম্বি সাজানো থাকতে পারে রেয়ার ক্যামেরা মডিউল। টিজারে তেমনই ঝলক পাওয়া গিয়েছে। ক্যামেরা মডিউলের চারধারে একটি সুসজ্জিত প্যাটার্ন থাকার সম্ভাবনাও রয়েছে। অন্ধকারে সম্ভবত জ্বলজ্বল করবে এই অংশ। 
  • লাভা প্লে ম্যাক্স ফোনে ফ্ল্যাট প্লাস্টিক ফ্রেম থাকতে চলেছে। মেটাল ফ্রেম থাকবে না এই ফোনে, তারই ঝলক পাওয়া গিয়েছে টিজারে। এমনিতেও এই ফোনের নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে বলে জানিয়েছেন টিপস্টার পারল গগলানি। অর্থাৎ ভারতে লাভা প্লে ম্যাক্স লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। সম্ভবত কালো এবং সাদা রঙে এই ফোনটি ভারতে লঞ্চ হতে পারে। 
  • অনুমান, ডিসেম্বরেই ভারতে লঞ্চ হবে লাভা প্লে ম্যাক্স ফোন। দাম শুরু হবে ১২ হাজার টাকার কমেই। এই ফোনের একটি MediaTek Dimensity 7300 আলট্রা চিপসেট থাকতে পারে। এর সঙ্গে ৬ জিবি ও ৮ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে। এই ফোনে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোন পরিচালিত হতে পারে Android 15 out of the box - এর সাহায্যে। 
  • ফোন ঠান্ডা রাখার জন্য ভেপার চেম্বার থাকতে পারে এই ডিভাইস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত ক্যামেরা সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। 

Continues below advertisement