Lava Smartphone: দেশীয় সংস্থা লাভা নতুন স্মার্টফোন (Lava Smartphone) খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে। কোন ফোন লঞ্চ হবে, তার নাম সম্পর্কে নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে সম্প্রতি যে টিজার এক্স মাধ্যমে প্রকাশ্যে এসেছে তার থেকে অনুমান এই নতুন ফোনকে লাভা ব্লেজ কার্ভ ৫জি (Lava Blaze Curve 5G) বলা হবে। লাভা মোবাইল এক্স মাধ্যমে এই টিজার প্রকাশ করেছে। তার মধ্যেই এক টিপস্টার আসন্ন এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন ফাঁস করেছে। লাভা সংস্থার নতুন ফোন ভারতে কবে লঞ্চ হবে সেই সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে লাভা ব্লেজ ২ ৫জি ভারতে লঞ্চ হয়েছিল গত বছর (২০২৩) নভেম্বর মাসে। সেই ফোনে ছিল মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। লাভা সংস্থা এক্স মাধ্যমে আসন্ন ফোনের যে টিজার প্রকাশ করেছে সেখানে দেখে বোঝা যাচ্ছে কার্ভড ডিসপ্লে নিয়ে এই ফোন লঞ্চ হতে চলেছে। এর পাশাপাশি এও বোঝা গিয়েছে যে লাভা সংস্থার আসন্ন ফোনে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট থাকবে। তবে ফোনের ডিজাইন কিংবা ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি। শুধু 'কার্ভ'- এই শব্দের উল্লেখ রয়েছে।
এবার দেখে নেওয়া যাক লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনের সম্ভাব্য ফিচারের সাপোর্ট
টিপস্টার মুকুল শর্মার মতে উজ্জ্বল সি-গ্রিন রঙে এই ফোন লঞ্চ হতে পারে। লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। এর সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ থাকার কথাও রয়েছে। আসন্ন ফোনের ব্যাক প্যানেলের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে লাভা ব্র্যান্ডিং এবং ৫জি লেবেল থাকবে। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে।
ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছে লাভা ইয়ুভা ৩ ফোন
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৭৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। লাভা ইয়ুভা ৩ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট, লাভা সংস্থার ই-স্টোর এবং দেশের অন্যান্য রিটেল স্টোর থেকে। লাভা ইয়ুভা ৩ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত সেনসর এবং একটি ভিজিএ সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- ভারতে রেডমি ১২ প্লাস ৫জি কবে লঞ্চ হতে চলেছে? কেমন ক্যামেরা ফিচার থাকবে এই ফোনে?