Lava Yuva Smart: লাভা ইয়ুভা স্মার্ট ফোন লঞ্চ হয়েছে ভারতে। লাভা একটি দেশীয় সংস্থা। এই ফোনের দাম ১০ হাজার টাকার কমে। লাভা ইয়ুভা স্মার্ট ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির স্ক্রিন যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। লাভা সংস্থা জানিয়েছে তাদের এই বাজেটে স্মার্টফোন ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরে যুক্ত রয়েছে এআই সাপোর্ট। এর আগে গত বছর ডিসেম্বর মাসে লাভা ইয়ুভা ২ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। তারপর আবার একটি 'ইয়ুভা' ফোন লঞ্চ করল লাভা সংস্থা। এটি লাভা সংস্থা দ্বিতীয় 'ইয়ুভা' মডেল যা ভারতে লঞ্চ হয়েছে। 


ভারতে লাভা ইয়ুভা স্মার্ট ফোনের দাম কত 


লাভা সংস্থার এই ফোন কেনা যাবে ৬০০০ টাকায়। অ্যামাজন এবং ফ্লিপকার্ট- দুটো ই-কমার্স সংস্থা থেকেই কিনতে পারবেন এই ফোন। গ্লসি ব্লু, গ্লসি ল্যাভেন্ডার, গ্লসি হোয়াইট- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ইয়ুভা স্মার্ট ফোন। এক বছরের ওয়ারেন্টি এবং ফ্রি হোম সার্ভিস রয়েছে ক্রেতাদের জন্য। 


লাভা ইয়ুভা স্মার্ট ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 



  • লাভা ইয়ুভা স্মার্ট ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে। এখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৪ গো- এর সাপোর্ট রয়েছে লাভা ইয়ুভা স্মার্ট ফোনে। 

  • একটি অক্টা-কোর Unisoc 9863A প্রসেসর রয়েছে এই ফোনে। লাভা ইয়ুভা স্মার্ট ফোন ৩ জিবি র‍্যাম নিয়ে লঞ্চ হয়েছে। ভার্চুয়াল র‍্যামের পরিমাণ আরও ৩ জিবি। এছাড়াও রয়েছে ৬৪ জিবি স্টোরেজ। এই অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অর্থাৎ এটাই এক্সপ্যান্ডেবল মেমোরি। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে লাভা ইয়ুভা স্মার্ট ফোনে। ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে এই ক্যামেরা ইউনিটে। আর রয়েছে এলইডি ফ্ল্যাশ। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ক্যামেরা ফিচার রয়েছে এই ফোনে। ইউজাররা পাবেন পোর্ট্রেট, নাইট মোড। 

  • ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে সেলফি তোলার এবং ভিডিও কলের জন্য। স্লোমোশন ভিডিও করা যাবে এই ক্যামেরা সেনসর দিয়ে। রয়েছে এআই সাপোর্ট। 

  • লাভা ইয়ুভা স্মার্ট ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে।