KYC Revamped: কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে আজ ১২ ফেব্রুয়ারি, শনিবার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করলেন। ভারতের পূর্বতন সমস্ত অর্থমন্ত্রীর রেকর্ড (KYC Rule) ভেঙে দিয়েছেন তিনি বাজেট পেশের সংখ্যার দিক থেকে। কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, আয়কর ইত্যাদি নানা খাতে বাজেটে (Budget 2025) অনেক বদল করা হয়েছে। শুধু তাই নওয়, গ্রাহকদের জন্য কেওয়াইসির নিয়মেও বদল আনা হয়েছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন কেন্দ্রীয় কেওয়াইসি রেজিস্ট্রি আবার এই বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে চালু করা হবে। তিনি বলেছেন যে এবার থেকে আর বারবার করে কেওয়াইসি জমা করার প্রয়োজন পড়বে না। শীঘ্রই কেওয়াইসি রেজিস্ট্রি তৈরি করা হবে। মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিনিয়োগের ক্ষেত্রে কেওয়াইসির মাধ্যমে ব্যক্তির নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। প্রতারণার সম্ভাবনা এড়াতে এই কেওয়াইসি ব্যবস্থা করা হয়ে থাকে। একটি নির্দিষ্ট সময়ের মেয়াদ অন্তর এই কেওয়াইসি আপডেট করানোর বিষয় থাকে। এবারের বাজেটে এই প্রেক্ষিতেই বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। কেওয়াইসি রেজিস্ট্রি তৈরি হবে এই বছর।
দেশে CERSAI এই কেওয়াইসি রেজিস্ট্রি পরিচালনা করে। এর মাধ্যমে অপ্রয়োজনীয় এবং বারেবারে কেওয়াইসি জমা করতে হবে না গ্রাহককে। কেওয়াইসি যাচাইকরণ প্রক্রিয়াও অনেক সহজতর হবে। আর্থিক খাতের সমস্ত প্রক্রিয়া স্ট্রিমলাইন করা হবে এই কেওয়াইসি রেজিস্ট্রির মাধ্যমে। এই কেওয়াইসি করা হয়ে থাকে গ্রাহকের আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে যা তার পরিচয়ের প্রমাণ।
MSME-র নয়া নীতি
এমএসএমই-র ক্ষেত্রে নতুন ক্যাটাগরি বিভাজনের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর পুরো নাম মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস। অর্থমন্ত্রী বলেন, কেন্দ্র সরকার এবার থেকে এমএসএমই সেক্টরের জন্য ৫ কোটি টাকার বদলে ১০ কোটি টাকা বরাদ্দ করবে। ৫ লাখ টাকা সীমা সম্বলিত ক্রেডিট কার্ড দেওয়ার কথাও জানান তিনি, তবে উদ্যম পোর্টালের অধীনে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী রেজিস্ট্রেশন করবেন তারা এই সুবিধে পাবেন বলে জানা গিয়েছে।
এবারের বাজেট মধ্যবিত্তের জীবনে অনেক সুরাহা এনেছে বলেই মত অনেকের। অনেক জিনিসের দাম কমেছে, সেইসঙ্গে অনেক জিনিসের দাম বাড়ানোও হয়েছে। এলইডি, এলসিডি টিভির যেমন দাম কমেছে, তেমনই আইএফপি ডিসপ্লের দাম বাড়ানো হয়েছে।