OnePlus Earbuds: ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ (OnePlus Nord Buds 3) লঞ্চ হতে চলেছে ভারতে। এই ইয়ারবাডস লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড বাডস ২ (OnePlus Nord Buds 2) মডেলের সাকসেসর হিসেবে। খুব তাড়াতাড়িই ভারতে আসতে চলেছে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ইয়ারবাডসের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন হতে চলেছে। কালো রঙে লঞ্চ হতে পারে এই ইয়ারবাডস। চার্জিং কেস ডিম্বাকৃতির হতে পারে। সেটিও হতে পারে কালো রঙেরই। ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ ইয়ারবাডসের মধ্যে টাচ কন্ট্রোল ফিচার থাকতে পারে। তার ফলে এই টাচ কন্ট্রোলের মাধ্যমেই ইয়ারবাডসের শব্দ পরিবর্তন করা যাবে। এছাড়াও ফোনের সঙ্গে ইয়ারবাডস সংযুক্ত থাকলে, ফোন এলে এই টাচ কন্ট্রোলের সাহায্যেই ফোন রিসিভ করা বা কথা শেষের পর লাইন কেটে দেওয়া সম্ভব হবে।


ওয়ানপ্লাস নর্ড বাডস ২ - এর তুলনায় অনেকটাই আলাদা ওয়ানপ্লাস নর্ড বাডস ৩- এর চার্জিং কেস। নতুন ইয়ারবাডসের জন্য ডিম্বাকৃতির চার্জিং কেস থাকতে পারে। এই চার্জিং কেস- এর লিড বা ঢাকনা বেশ গ্লসি, চকচকে। আর বডি অর্থাৎ বাকি অংশ ম্যাট ফিনিশের। ওয়ানপলাস নর্ড বাডস ৩- এর ক্ষেত্রে হাফ ইন ইয়ার ডিজাইন দেখা যাবে। এছাড়াও রয়েছে সিলিকন ইয়ারপ্লাগ। ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ মডেলে টাচ কন্ট্রোল থাকার সম্ভাবনা রয়েছে। এর সাহায্যে গানের আওয়াজ কমানো-বাড়ানো, ফোনকল ধরা এবং ছাড়া, শব্দ নিয়ন্ত্রণ, গান পরিবর্তন করা সম্ভব। 


ওয়ানপ্লাস বাডস ৩


ওয়ানপ্লাসের এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। Metallic Gray এবং Splendid Blue- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস। দাম ৫৪৯৯ টাকা। কেনা যাবে ওয়ানপ্লাসের ওয়েবসাইট, অ্যামাজন এবং অন্যান্য রিটেল স্টোর থেকে। বিক্রি শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। এছাড়াও লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর, এই দুই ফোন। ওয়ানপ্লাস ১২আর ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ভারতে ৩৯,৯৯৯ টাকা। এই ফোন ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও লঞ্চ হয়েছে। সেই মডেলের দাম ৪৫,৯৯৯ টাকা। কুল ব্লু এবং আয়রন গ্রে- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১২আর ফোন। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার সাইট এবং অন্যান্য রিটেল স্টোর থেকে।