নিউইয়র্ক : ২০১২ সালের পর ২০২৩। দীর্ঘ ১১ বছর। প্রায় এক যুগ পর ট্যুইট করলেন মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)। মেটা (Meta) প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা কোনও বার্তা না লিখে একটি মিম পোস্ট করেছেন। যে মজার আড়ালে আসলে ট্যুইটারকে তিনি বার্তা দিয়েছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মেটার তরফে ট্যুইটারের (Twitter) বিকল্প 'থ্রেডস' প্রকাশ করার দিনই এক যুগ বাদে ট্যুইট করে এলন মাস্ককে (Elon Mask) জুকেরবার্গ বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে। মাইক্রো ব্লগিং অ্যাপ (Micro Blogging App) নিয়ে দুই সোশ্যাল মিডিয়া জায়ান্টের সম্মুখসমরের বার্তাই মজার ছলের ট্যুইটের পিছনে রয়েছে বলেও মনে করা হচ্ছে।


ইনস্টাগ্রামের টেক্সট বেসড কনভারসেশন অ্যাপ থ্রেডস (Threads)। একই 'ইউজার নেম' দিয়ে এই ফটো শেয়ারিং প্লাটফর্ম থেকেই থ্রেডের পোস্ট দেখা যাবে। যা আনার পরই দুই স্পাইডারম্যানের একে অপরের দিকে আঙুল উঁচিয়ে তুমিও ভঙ্গিতে বার্তার মিম ট্যুইটারে শেয়ার করেন মার্ক জুকেরবার্গ। যার পাল্টা বার্তা দিয়েছেন এলন মাস্ক। তিনি যে ট্যুইটের উত্তরে লেখেন, 'কার্যত কনট্রোল সি প্লাস ভি করেছ'। কম্পিউটারের ভাষায়, কপি ও পেস্ট। অর্থাৎ, কার্যত একই জিনিস টুকে দিয়ে ব্যবহার করছ।


মেটার তরফে এর আগেও একাধিকবার প্রতিদ্বন্দ্বী সংস্থাদের নেওয়া পদক্ষেপের পাল্টা চাল দেওয়া হয়েছে। টিকটকের (TikTok) জনপ্রিয়তা দেখেই ইনস্ট্রাগ্রামে রিলসে জোর দেওয়া হয়েছিল। স্ন্যাপচ্যাটের (Snapchat) ফটো স্টোরির পাল্টা এসেছিল ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরি। এবার থ্রেডসের মাধ্যমে ট্যুইটারের জনপ্রিয়তার থাবা দেওয়ার কাজে হাত দিল তারা। 






মেটার সিইও মার্ক জুকেরবার্গ থ্রেডস প্রসঙ্গে বলেছেন, '১ বিলিয়নের বেশি মানুষের কথোকথনের কাজে লাগবে। ট্যুইটারের কাছে সুযোগ ছিল, তবে তারা তা সেভাবে কাজে লাগাতে পারেনি। আশা রাখি আমরা পারব।' প্রসঙ্গত, মেটার নতুন উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন ট্যুইটারের বস মাস্ক। মেটার নতুন প্ল্যাটফর্ম নিয়ে তিনি বলেন, ' ঈশ্বরকে ধন্যবাদ, ওরা খুবই বুদ্ধিমানভাবে চালাচ্ছে।' আসলে মেটার এই মাইক্রো ব্লগিং প্লাটফর্ম নিয়ে সম্প্রতি কোম্পানির মধ্য়ে একটি বৈঠক করেন চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স। যেখানে থ্রেডসকে ট্যুইটারের পাল্টা প্লাটফর্ম বলে মন্তব্য করেন তিনি। যা শুনে এই খোঁচা দিয়েছেন মাস্ক। 


প্রসঙ্গত, সম্প্রতি ট্যুইটারের নতুন বৈশিষ্ট্য নিয়ে বার্তা দিয়েছিলেন কোম্পানির প্রাক্তন সিইও এলন মাস্ক। যেখানে মাস্ক জানান, এবার থেকে নির্দিষ্ট সংখ্যার ট্যুইটার পোস্ট দেখতে পাবেন ইউজাররা। অন্যথায় কেবল টাকা দিয়েই দেখতে হবে বেশি পোস্ট।  সেই ক্ষেত্রে নন-ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে ১০০০ টির বেশি ট্যুইট দেখতে পারবেন না। যদিও ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে ১০ হাজার ট্যুইট দেখতে পাবেন। যার কয়েকদিনের মধ্যেই থ্রেডস বাজারে নিয়ে এল মেটা।


আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial