নয়াদিল্লি : অপেক্ষার অবসান ! ফেসবুকের অভিজ্ঞতা হতে চলেছে এক্কেবারে অন্যরকম এই বছরে । তেমনই ইঙ্গিত দিলেন জুকেরবার্গ। এক ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, এই বছর যোগাযোগের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসতে চলেছে। আজই মেটাভার্স নিয়ে ফেসবুকের ভাবনাচিন্তা কোটি কোটি ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করতে চলেছেন মার্ক। তেমনটাই ইঙ্গিত তাঁর পোস্টে। 



খুব শিগগিরিই নতুন প্রযুক্তি আনতে চলেছে ফেসবুক। এর আগেই সোশ্যাল মিডিয়া জায়ান্ট সংস্থা জানায়, ইউরোপে তারা ১০ হাজার কর্মচারী নিয়োগ করা হবে নয়া এই প্রযুক্তির জন্য। জুকেরবার্গের ইঙ্গিত অনুসারে, এই বছরই ইন্টারনেট মারফত সংযোগে বা Connect-এ এক নতুন আঙ্গিক  যোগ করবে এই মেটাভার্স প্রযুক্তি।  মেটাভার্স নিয়ে ফেসবুক আজই তাদের ভাবনা ভাগ করে নেবে।  ইতিমধ্যেই ভার্চুয়াল রিয়েলিটি কোম্পানি অকুলাস কিনে নিয়েছে ফেসবুক। এবার ভার্চুয়াল রিয়েলিটির দুনিয়ায় আরেক পা এগোতে চলেছে জুকেরবার্গের সংস্থা। 




  • কী এই মেটাভার্স ? 
    বিশেষজ্ঞদের ধারণা, ফেসবুক মেটাভার্সের মাধ্যমে ভার্চুয়াল দুনিয়ায় বন্ধুদের সঙ্গে  আড্ডা থেকে গেমিং বা আলোচনা থেকে অনলাইন কেনাকাটায় এক অভূতপূর্ব অভিজ্ঞতা দিতে চলেছে। অর্থাৎ আপনি অনলাইনে যে সময় কাটাচ্ছেন তা আরও উপভোগ্যকরে তুলবে মেটাভার্স ! 
    কেমন হতে পারে অভিজ্ঞতা ?


  • কেমন হতে পারে অভিজ্ঞতা ? 
    বিশেষজ্ঞরা বলছেন, মেটাভার্সই ইন্টারনেটের ভবিষ্যৎ! মেটাভার্সের যুগে ইন্টারনেটের ভার্চুয়াল জগত  মনে হবে ঠিক যেন বাস্তব !