Meta Layoffs: ফের কর্মী ছাঁটাই হতে পারে মেটা (Meta) সংস্থায়। এখনও আশঙ্কার মেঘ কাটেনি। উল্লেখ্য, গত বছর একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই (Layoffs) করেছে মেটা কর্তৃপক্ষ। নতুন বছরেও ফের কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে মেটা সংস্থায়। সূত্রের খবর, আগামী মাসের শুরুর দিকে অর্থাৎ মার্চ মাসের শুরুর দিকে ফের কর্মী ছাঁটাই হতে পারে মেটা সংস্থায়। যদিও এ ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে মেটা কর্তৃপক্ষ কিছু ঘোষণা করেনি। এমনকি কোন কোন বিভাগ থেকে কর্মী ছাঁটাই হতে পারে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, মেটা সংস্থায় গতবছর ররথাত ২০২২ সালের নভেম্বর মাসে কর্মী ছাঁটাই করা হয়েছিল। এক দফায় প্রায় ১১ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিসংখ্যান বলছেন গ্লোবাল ওয়ার্ক ফোর্সের প্রায় ১৩ শতাংশ একধাক্কায় কমিয়ে ফেলেছে মেটা কর্তৃপক্ষ। নতুন করে ছাঁটাইয়ের কথা শোনা যাওয়ায় এবার ফের শুরু হয়েছে আতঙ্কের পরিবেশ। 


মেটা সংস্থায় যে নতুন করে কর্মী ছাঁটাই হতে পারে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। কারণ কিছুদিন আগেই নতুন করে মিডল ম্যানেজারদের নোটিস পাঠিয়েছিলেন মেটা- র সিইও মার্ক জুকেরবার্গ। খুব তাড়াতাড়ি মেটা সংস্থায় দ্বিতীয় পর্যায়ের কর্মী ছাঁটাই শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েকজন মিডল ম্যানেজারকে নোটিস পাঠিয়ে সতর্ক করেছেন জুকেরবার্গ। মেটা- র সিইও সম্প্রতি একটি মিটিংয়ে এই সতর্কবার্তা দিয়েছেন। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে মেটা কোম্পানিতে খুব তাড়াতাড়ি নতুন করে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে। কতজন কর্মী চাকরি খোয়াতে পারেন তা এখনও স্পষ্ট নয়। নিশ্চিত ভাবে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।  


Disney Layoffs: সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের কথা বলেছে ডিজনিও (Disney)। বিনোদন দুনিয়ার এই সংস্থা সম্প্রতিই ঘোষণা করেছে , খরচ নিয়ন্ত্রণের জন্য কর্মী ছাঁটাই (Layoffs) করা হবে। ডিজনি সংস্থার সিইও Bob Iger জানিয়েছেন অন্তত ৭০০০ কর্মী চাকরি খোয়াতে পারেন এই ছাঁটাইয়ের ধাক্কায়। বিভিন্ন বিভাগ থেকে চলবে ছাঁটাই প্রক্রিয়া। তবে ডিজনি সংস্থার নির্দিষ্ট কোন কোন বিভাগে ছাঁটাইয়ের প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ডিজনি সংস্থার সাম্প্রতিক ত্রৈমাসিক আয় ঘোষণার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। 


আরও পড়ুন- এবার চাকরি যাবে ১৬০০ কর্মীর, ইয়াহু নিল বড় সিদ্ধান্ত