Meta: মেটা (Meta) সংস্থা এবার থেকে বিজ্ঞাপন মুক্ত (Ad Free) ইন্সটাগ্রাম (Instagram) এবং ফেসবুক (Facebook) ব্যবহারের জন্য ইউজারদের কাছ থেকে টাকা নেবে বলে শোনা গিয়েছে। অর্থাৎ অ্যাড-ফ্রি ইন্সটাগ্রাম এবং ফেসবুক ব্যবহারের জন্য ইউজারদের মেটা কর্তৃপক্ষকে টাকা দিতে হবে। ১৪ ডলার চার্জ নেবে মেটা, এমনটাই শোনা গিয়েছে। ইউরোপে এই নিয়ম চালু করছে মেটা সংস্থা। এই টাকা না দিলে ইউজাররা ইন্সটাগ্রাম এবং ফেসবুক ব্যবহারের সময় পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখতে পাবেন। তবে এই টাকা দেওয়ার ক্ষেত্রে কোনও জোর নেই। ইউজার চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। না দিলে শুধু তাঁকে বিজ্ঞাপন দেখতে হবে। আর ১৪ ডলার চার্জ মেটাকে দিলে এইসব বিজ্ঞাপন ভিড় করবে না নিউজ ফিডে। ইউরোপের ইউজারদের ক্ষেত্রে থাকছে কম্বো অফার। যদি ইন্সটাগ্রাম এবং ফেসবুকের ক্ষেত্রে একসঙ্গে কোনও ইউজার অ্যাড-ফ্রি পরিষেবা নিতে চান তাহলে দিতে হবে ১৭ ডলার। ভারতে এরকম কোনও নিয়ম চালু হবে বলে এখনও শোনা যায়নি। 


বলা হচ্ছে, ইউরোপে ইউজাররা চলতি মাসের শেষের মধ্যেই তিনটি অপশন পাবেন। সেখানে pay up, use for free but agree to personalized ads,  quit- এই তিনটি অপশন পাওয়া যাবে। এর মধ্যে থেকে ইউজার পছন্দমতো অপশন বেছে নিতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপে ইউজারদের ইন্সটাগ্রাম এবং ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দেখানোর আগে তাঁদের সম্মতি নেওয়ার কথা জোর দিয়ে জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। এই বিজ্ঞাপন দেখার জন্য ইউজারদের ব্যক্তিগত ডেটাও খরচ হয়। নতুন নিয়ম অনুসারে যাঁরা টাকা দেবেন না তাঁদের আর কোনও সমস্যা না হলেও বিজ্ঞাপন দেখতে হবে। ইউরোপীয় ইউনিয়নের কড়া নিয়ম ভাঙার জন্যই নতুন ফিচার চালু করছে মেটা কর্তৃপক্ষ। 


এই বছরের শুরুর দিকে শোনা গিয়েছিল মেটা এমন একটি নতু সাবস্ক্রিপশন সার্ভিস চালু করতে চলেছে যেখানে ভেরিফায়েড ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের জন্য ইউজারদের টাকা দিতে হবে। এই সাবস্ক্রিপশন সার্ভিস নিয়ে নাকি পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়েছে, এমনটাই সূত্রের খবর। এর পাশাপাশি শোনা যাচ্ছে, মেটা কর্তৃপক্ষ একটি জেনারেটিভ আই চ্যাটবোট নিয়েও কাজ করছে যার নাম Gen AI Personas। মূলত কম বয়সী ইউজারদের জন্যই এই এআই ভিত্তিক ফিচার আনতে চলেছে মেটা। যদিও একাধিক নতুন ফিচার নিয়ে কাজকর্ম, পরীক্ষা নিরীক্ষা শুরু হলেও তা চালু হওয়ার নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, একগুচ্ছ এআই পার্সোনালিটি চ্যাটবোট তৈরির পরিকল্পনা রয়েছে মেটা সংস্থার। 


আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই, গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজ এবং গ্যালাক্সি বাডস এফই- র ভারতে দাম কত হবে?