Samsung Galaxy Devices: স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন (Samsung Galaxy S23 FE) ফোনের ভারতে কত দাম হতে পারে তা ঘোষণ করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট স্যামসাং। এর সঙ্গে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন সিরিজ (Samsung Galaxy Tab S9 FE Series) যেখানে দুটো ট্যাব রয়েছে তাদের দামও প্রকাশ্যে এসেছে। এই দুই গ্যালাক্সি ট্যাবে রয়েছে ১২.৪ ইঞ্চির ডিসপ্লে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি বাডস ফ্যান এডিশন (Samsung Galaxy Buds FE) ইয়ারবাডসের দামও ঘোষণা করেছে স্যামসাং কর্তৃপক্ষ। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) হেডসেট এবং এই ডিভিইসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচারের সাপোর্ট।


স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন ফোনের ভারতে দাম কত


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হবে ৫৯,৯৯৯ টাকা থেকে। এই ফোনের দামে থাকবে ব্যাঙ্ক অফার। ফলে কেনার সময় বেশ কিছুটা দাম কমে তা হবে ৪৯,৯৯৯ টাকা। প্রায় ১০ হাজার টাকা দাম কমবে। ক্রিম, গ্রাফাইট, মিনিট এবং পার্পল- এই চারটি রঙে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন ফোন। 


ভারতে স্যামসাং গ্যালাক্সি ফ্যান এডিশনের নতুন ট্যাবলেটের দাম কত


স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন- এই ডিভাইসের দাম ৩৬,৯৯৯ টাকা। ৫জি ভ্যারিয়েন্টের দাম ৪৪,৯৯৯ টাকা। এক্ষেত্রে থাকবে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অন্যদিকে এই ট্যাবেরই ৮ জিবি র‍্যাম ) ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৭,৯৯৯ টাকা এবং ৫জি মডেলের দাম ৫৫,৯৯৯ টাকা। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৪৬,৯৯৯ টাকা এবং ৫জি ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৬,৯৯৯ টাকা ও ৫জি মডেলের দাম ৬৪,৯৯৯ টাকা। গ্রে, ল্যাভেন্ডার, মিন্ট এবং সিলভার- এই চারটি রঙে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি ফ্যান এডিশনের নতুন ট্যাব। জানা গিয়েছে, এই ট্যাবের ক্ষেত্রে ক্রেতারা ব্যাঙ্ক ক্যাশব্যাক পেতে পারেন প্রায় ৫০০০ টাকা। এছাড়াও পেতে পারেন ৩০০০ টাকার একটি আপগ্রেড বোনাস। 


স্যামসাং গ্যালাক্সি বাডস ফ্যান এডিশনের ভারতে দাম কত 


এই ইয়ারবাডসের ভারতে দাম ৯৯৯৯ টাকা। গ্রাফাইট এবং হোয়াইট- এই দুই রঙে লঞ্চ হয়েছে। কেনার সময় ক্রেতারা ২০০০ টাকা ছাড় পাবেন। ৫ অক্টোবর থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে। সেদিন থেকেই প্রযোজ্য হবে অফার। আর ইয়ারবাডসের ডেলিভারি শুরু হবে ৭ অক্টোবর থেকে। অ্যামাজন, স্যামসাংয়ের অনলাইন স্টোর এবং দেশের বিভিন্ন রিটেল আউটলেট স্টোর থেকে কেনা যাবে। 


আরও পড়ুন- ফের খরচ বাড়তে চলেছে নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের! এবার কোন ধরনের প্ল্যানে কোপ পড়বে?