Meta Threads App: লঞ্চের দিন থেকেই জনপ্রিয়তা বাড়ছে মেটা'র (Meta) নতুন অ্যাপ থ্রেডসের (Threads App)। ইতিমধ্যেই ৯৫ মিলিয়নের বেশি পোস্ট হয়ে গিয়েছে থ্রেডস অ্যাপে। এর পাশাপাশি ১৯০ মিলিয়নেরও বেশি বার এই অ্যাপকে লাইক করেছেন ইউজাররা। আইওএস এবং অ্যান্ড্রয়েড- দুই মাধ্যমেই সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে থ্রেডস অ্যাপের। The Verge- এর তথ্য অনুসারে বর্তমানে অ্যাপেল অ্যাপ স্টোরে শীর্ষে রয়েছে মেটা'র থ্রেড অ্যাপ। গতকাল মেটা সিইও মার্ক জুকেরবার্গ ট্যুইট করে জানিয়েছিলেন অ্যাপ লঞ্চের মাত্র ৭ ঘণ্টার মধ্যেই ১০ মিলিয়ন ইউজার সাইন আপ করে ফেলেছেন।


শুরুতেই এই সাফল্য কীভাবে


একসঙ্গে প্রচুর ইউজারকে থ্রেডস অ্যাপে যুক্ত করার জন্য ইন্সটাগ্রাম ইউজার বেস ব্যবহার করেছে মেটা কর্তৃপক্ষ। আসলে ইন্সটাগ্রাম টিমই এই অ্যাপ নির্মাণ করেছে। একজন ইউজারের ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট থাকলেই তিনি থ্রেডস অ্যাপে অ্যাকাউন্ট খুলে সাইন-ইন বা লগ-ইন করতে পারবেন। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের ক্রেডেন্সিয়াল দিয়েই সব কাজ করা যাবে। ইন্সটাগ্রামের ইউজার নেমই থাকবে থ্রেডসে। এমনকি ইউজারের ফলোয়ারদেরও স্থানান্তরিত করার সুবিধা রয়েছে। নিমেষের মধ্যে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে থ্রেডসে অ্যাকাউন্ট খুলে নেওয়া যাবে। দ্রুততার সঙ্গে হবে কাজ। ফলে নতুন প্রজন্মের বেশ পছন্দ হয়েছে এই নতুন সোশ্যাল মিডিয়া মাধ্যম। 


ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডস, কী কী সুবিধা রয়েছে ইউজারদের জন্য


টেক্সট ভিত্তিক কনভারসেশন অ্যাপ হল থ্রেডস। এখানে ৫০০ ক্যারেক্টার পর্যন্ত পোস্ট লেখা যাবে। সেই সঙ্গে লিঙ্ক, ছবি, ভিডিও পোস্ট করা যাবে। ৫ মিনিটের ভিডিও পোস্ট করা যাবে থ্রেডস অ্যাপে। 


ট্যুইটারের সঙ্গে থ্রেডসের পার্থক্য



  • ট্যুইটারের মতো হ্যাশট্যাগ, ট্রেন্ডিং পেজ থাকছে না থ্রেডস অ্যাপে।

  • ট্যুইটারের ওয়েব ভার্সা রয়েছে, এখনও পর্যন্ত থ্রেডসে এই সুবিধা নেই।

  • ট্যুইটারে পোস্ট লেখার ক্যারেক্টার লিমিট ২৫ হাজার, থ্রেডসের ক্ষেত্রে মাত্র ৫০০।

  • থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে ইউজারকে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করে দিতে হবে। 


জানুয়ারি মাস থেকে এই অ্যাপ নিয়ে কাজ চলছে। কিন্তু মেটা কর্তৃপক্ষ বিশেষ করে সিইও মার্ক জুকেরবার্গ যেন অ্যাপ লঞ্চের জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিলেন, বিশেষজ্ঞদের অনেকেই তাই বলছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এলন মাস্ক সম্প্রতি ট্যুইটারের ক্ষেত্রে সীমাবদ্ধতা জারি করেছেন। ইউজাররা প্রতিদিন কত সংখ্যক ট্যুইট দেখতে পাবেন, তা সীমিত করা হয়েছে। আর সেই সময়েই মেটা থ্রেডস অ্যাপ লঞ্চ হয়েছে। টেক্সট, ভিডিও, ছবি সবই পোস্ট করার পাশাপাশি রিয়েল টাইম কনভারসেশনে যুক্ত হওয়ার অপশন ইউজারদের দেবে এই নতুন অ্যাপ।


আরও পড়ুন- দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?