নয়াদিল্লি: ৫০ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ২০,০০০ এমএএইচের ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে হাইপারসনিক পাওয়ার ব্যাঙ্ক আনল Mi। সম্প্রতি দেশে প্রতিযোগী কোম্পানির ঘুম ছোটাতে এই পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করেছে চিনা কোম্পানি।
নতুন পাওয়ার ব্যাঙ্কে তিনটি পোর্টের সুবিধা দিয়েছে কোম্পানি। তবে ক্যাপাসিটি বেশি হওয়ায় অন্যান্য পাওয়ার ব্যাঙ্কের থেকে আয়তনে বড় এই হাইপারসনিক পাওয়ার ব্যাঙ্ক। ম্যাট ব্ল্যাক রঙের এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ করা যাবে ল্যাপটপও। সর্বোচ্চ ৪৫ ওয়াটের ল্যাপটপ চার্জ করতে পারবে এই ডিভাইস। হাই ক্যাপাসিটি হওয়ায় বেশকিছু সুরক্ষার মেকানিজম দেওয়া হয়েছে এই পাওয়ার ব্যাঙ্কে।
Mi হাইপারসনিক পাওয়ার ব্যাঙ্কের দাম
Mi ইন্ডিয়া স্টোরে ক্রাউড ফান্ডিং ক্যাম্পেনের অংশ হিসাবে ৩,৪৯৯ টাকায় পাওয়া যাবে এই পাওয়ার ব্যাঙ্ক। সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে পাওয়া যাবে এই ডিভাইস। ইচ্ছুক ক্রেতারা চাইলে মি-র ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইনে অংশ নিয়ে ছাড় দেওয়া মূল্যে ৩৪৯৯ টাকায় পাওয়ার ব্যাঙ্ক কিনতে পারেন। একবার ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন বন্ধ হয়ে গেলে ৪৯৯৯ টাকায় এই পাওয়ার ব্যাঙ্ক কিনতে হবে ক্রেতাদের।
Mi হাইপারসনিক পাওয়ার ব্যাঙ্কের স্পেসিফিকেশন
ক্যাপাসিটি বাড়াতে লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে মি-র এই পাওয়ার ব্যাঙ্কে। ২০,০০০ এমএএইচের ব্যাটারি ক্যাপাসিটি থাকায় সহজেই একাধিক ডিভাইস চার্জ করা যাবে এই পাওয়ার ব্যাঙ্ক থেকে। খুব দ্রুত পাওয়ার ব্যাঙ্ক চার্জ করার জন্য দেওয়া হয়েছে ৫০ ওয়াটের ফাস্ট চার্জার। নতুন ডিভাইসে দু'টো টাইপ-এ পোর্টের পাশাপাশি রয়েছে একটি টাইপ-সি পোর্ট। ডুয়েল কানেকশন মোডে ১৫ ওয়াটের চার্জিং ক্ষমতা রাখে টাইপ-এ পোর্টগুলি। সিঙ্গল কানেকশনে টাইপ-এ পোর্টে ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে ডিভাইসে।
পাওয়ার ব্যাঙ্কে আলাদা করে দেওয়া হয়েছে লো পাওয়ার-চার্জিং মোড। পাওয়ার বটনে ডবল ট্যাপ করলেই এই মোড সক্রিয় হয়ে যায়। কম পাওয়ার আউটপুটের ডিভাইসের ক্ষেত্রে এইভাবে চার্জ করাটা সুরক্ষিত। একবার নিজেকে চার্জ করতে ৩ ঘণ্টা ৫০ মিনিট নেয় এই পাওয়ার ব্যাঙ্ক।