নয়াদিল্লি: গত বছর ভারতীয় বাজারে এসেছিল Micromax In 1b। এবার সেই ফোনের আপগ্রেডেড ভার্সন আনল মাইক্রোম্যাক্স। আগামী ৬ অগাস্ট থেকে ফ্লিপকার্টে শুরু হবে সেল।


ফের একবার ভারতীয় মোবাইল বাজারে কম দামের ফোন আনল মাইক্রোম্যাক্স। মূলত, দশ হাজারের সেগমেন্ট ধরতে এই নয়া ফোন এনেছে কোম্পানি। ফোনে ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে ছাড়াও দেওয়া হয়েছে দু'টি ক্যামেরা। ফোন চলবে Unisoc T610 প্রসেসরে। ওয়াটার ড্রপ নচ ছাড়াও ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। 


Micromax In 2b দাম ও বিক্রির জায়গা


নতুন ফোনের বেস ভ্যারিয়েন্টে ৪ জিবি ৬৪ জিবির স্টোরেজ দিয়েছে কোম্পানি। যার দাম রাখা হয়েছে ৭৯৯৯ টাকা। পাশাপাশি আরও একটি ৬জিবি ৬৪জিবি ভ্যারিয়েন্ট এনেছে মাইক্রোম্যাক্স। যার দাম ৮৯৯৯ টাকা। কালো, নীল ও সবুজ রঙে পাওয়া যাবে এই ফোন। আগামী ৬ অগাস্ট থেকে ফ্লিপকার্ট ছাড়াও Micromaxinfo.com-এ শুরু হবে এ বিক্রি। বেলা ১২টা থেকে এই ফোন কিনতে পারবেন ক্রেতারা।


Micromax In 2b স্পেসিফিকেশন


নতুন ফোনে ডুয়েল ন্যানো সিমের সুবিধা দিয়েছে মাইক্রোম্যাক্স। অ্যান্ড্রয়েড ১১-এ চলবে এই ফোন। নতুন মডেলে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে ছাড়াও দেওয়া হয়েছে দুটি ক্যামেরা। ফোন চলবে Unisoc T610 প্রসেসরে। ওয়াটার ড্রপ নচ ছাড়াও ফোনে রয়েছে ৫০০০ এমএইচের ব্যাটারি। ফোনে সর্বোচ্চ স্টোরেজ ৬৪ জিবি হলেও ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে এই জায়গা। ডিসপ্লে ৪০০ নিটসের হওয়ায় উজ্জ্বলতার ক্ষেত্রে কোনও খামতি থাকার কথা নয় ছবিতে।


নতুন ডিভাইসে ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ছাড়াও দেওয়া হয়েছে ২ মেগার সেকেন্ডারি সেন্সর। সেলফির তোলার জন্য দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়াও ক্যামেরা ফিচারের মধ্যে রয়েছে নাইট মোড, ব্যাকগ্রাউন্ড পোট্রেইট, মোশন ফটো, বিউটি মোডের মতো ফিচার। ফোনে ইউএসবি টাইপ-সি কানেকটার ছাড়াও দেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ও ফেস আইডি রেকগনিশন। এ ছাড়াও ফোনে রয়েছে এক্সিলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সরের মতো একাধিক সুবিধা।