টোকিও: চলতি টোকিও অলিম্পিক্সে হকিতে ইতিহাস গড়লেন ভারতের বন্দনা কাতারিয়া। দেশের প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সে গোলের হ্যাটট্রিক করলেন বন্দনা।


শনিবার সকালে দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে ভারত। দলের চার গোলের মধ্য়ে তিনটিই করেছেন বন্দনা। ভারতীয় দল যে এখনও কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে, তার নেপথ্যেও ২৯ বছরের তারকার পারফরম্যান্স।


গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরে গিয়েছে ভারত। দুই ম্যাচে জিতেছে। তবে পুল এ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা জিইয়ে রেখেছে ভারত। কীভাবে পরের পর্বে য়েতে পারেন রানি রামপালরা?


শনিবার গ্রেট ব্রিটেনের মুখোমুখি হচ্ছে আয়ার্ল্যান্ড। সেই ম্য়াচে ফেভারিট গ্রেট ব্রিটেনই। তারা জিতলে গ্রুপের চতুর্থ দল হিসাবে শেষ আটে পৌঁছে যাবে ভারত। আর আইরিশরা অঘটন ঘটিয়ে জিতে গেলে ছিটকে যাবে ভারত।


টোকিও অলিম্পিক্সে ভারতীয় মহিলা হকি টিমের শুরুটা ভাল না হলেও পরের দিকে ঘুরে দাঁড়িয়েছে মহিলা হকি টিম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবার ম্যাচের শুরুতেই বন্দনা কাতারিয়ার গোলে এগিয়ে যায় ভারত। এরপর যদিও সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে ফের এগিয়ে যায় ভারতীয় দল।


এই ম্যাচে হ্যাটট্রিক করেন বন্দনা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি গোলের মধ্যে তিনটি গোলই করেন তিনি। বাকি একটি গোল করেন নেহা গয়াল। এই ম্যাচ জেতায় অলিম্পিক্সে পদক জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখল ভারত। 


গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে এখনও পদকের আশা জিইয়ে রেখেছে ভারতীয় পুরুষ হকি দলও। হকিতে জাপানের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে তারা। জাপানের বিরুদ্ধে ৫-৩ গোলে জয় পায় হরমনপ্রীতদের দল। এদিকে, অলিম্পিক্সে মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের কমলপ্রীত কউর। গ্রু বি থেকে তিনি ফাইনালের যোগ্যতা অর্জন করলেন। ৬৪ মিটার দূরে ডিসকাস থ্রো করে তিনি ফাইনালে পৌঁছে গিয়েছেন। কমলপ্রীতের হাত ধরে আরও একটি পদকের আশায় রয়েছে ভারত। তবে গ্রুপ এ থেকে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন ভারতের অপর এক অ্যাথলিট সীমা পুনিয়া।