নয়াদিল্লি : স্ক্রিন নীল হয়ে যাওয়া, নিজে থেকে মেশিন শাট ডাউন হওয়া বা রিস্টার্ট নেওয়া। মাইক্রোসফ্টের সফ্টওয়্যারে সমস্যার জন্য গতকাল কার্যত বিপর্যয় নেমে আসে প্রযুক্তি জগতে। বিশ্ব অর্থনীতি কার্যত সংকটের মুখে পড়ে। একাধিক ব্যাঙ্ক, বিমান পরিষেবা ও সম্প্রচার মাধ্যম অফলাইন হয়ে যায়। শোনা যায়, ক্রাউডস্ট্রাইক আপডেটের কারণে নাকি এই সমস্যা তৈরি হয়েছে। আর এই যাবতীয় বিপর্যয়ের কারণ নাকি তিনি। এমনই দাবি করেছেন ভিনসেন্ট ফ্লিবাস্টিয়ার নামে জনৈক ব্যক্তি।


প্রযুক্তি বিপর্যয়ের জেরে দোষারোপের খেলা শুরু হতেই, এক্স ব্যবহারকারী ভিনসেন্ট নিজেকে ক্রাউডস্ট্রাইক-এর কর্মী হিসাবে দাবি করে ছবি পোস্ট করেন। এরপর একটি আপাদমস্তক নিরীহ সুলভ মেসেজ করে তিনি দাবি করেন, ক্রাউডস্ট্রাইকে প্রথম দিন। অল্প একটু আপডেট করেছি, এরপর বিকালের বিরতি।


এরপর ক্রাউডস্ট্রাইকের অফিসের বাইরে দাঁড়িয়ে পোজ দেওয়া একটি জাল ছবি পোস্ট করেন তিনি। সেই পোস্ট সামাজিক মাধ্যমে আসতেই, খুব দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এই প্রতিবেদন লেখার সময় ৩৮ লক্ষ লাইক পড়ে যায়। শেয়ার করেন ৩৭ হাজার মানুষ।


কয়েক ঘণ্টা পর আরও একটি ট্যুইট করেন ভিনসেন্ট। যেখানে তিনি লেখেন, 'ছাঁটাই করা হয়েছে, একদম অন্যায় কাজ এটা।' এর সঙ্গে মজা জুড়ে তিনি লিখেছেন, "অন্যায্য কারণে বের করে দেওয়া হল।" এরপর এক্স হ্যান্ডেলের বস তথা মালিক এলন মাস্কের কাছে তিনি চাকরি দাবি করেন। 


এ প্রসঙ্গে একটি ভিডিওয় ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সিস্টেম অ্যাডমিন হিসাবে চাকরিতে আমার প্রথম দিন। আমি খুব ঔৎসুক ও আগ্রহী ছিলাম। কোড লাইনে ছোট একটা আপডেট করি। অপটিমাইজ করে অল্প একটু আপডেট করি। যেটা হয়তো আমার করা উচিত ছিল না। আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। 


প্রসঙ্গত, ক্রাউডস্ট্রাইক একটি সাইবার নিরাপত্তা প্ল্য়াটফর্ম যেটি ব্যবহারকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সাইবার নিরাপত্তা দিয়ে থাকে। সিঙ্গল সেন্সর এবং ইউনিফায়েড থ্রেট ইন্টারফেসের মাধ্য়মে নানাবিধ উন্নত প্রযুক্তির সাহায্যে আইডেন্টিটি থ্রেট আটকানোর কাজ করে। মূলত কোনওরকম সাইবার অ্যাটাকের বিরুদ্ধে একটি নিরাপত্তা স্তর তৈরি করার কাজ করে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে, কোনও Bugg-বা ত্রুটির জন্য CrowdStrike-এর ফ্যালকন সেন্সর গন্ডগোল করেছে এবং উইন্ডোজ সিস্টেমের কাজে বাধা দিয়েছে। এই সমস্যার কথা স্বীকার করা হয়েছে ক্রাউডস্ট্রাইকের তরফে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।