BSNL vs Airtel vs Jio 84 Days Validity Plan: প্রথমে রিলায়েন্স জিও, তারপর পাল্লা দিয়ে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল, একের পর এক টেলিকম অপারেটর হু হু করে দাম বাড়িয়েছিল তাদের রিচার্জ প্ল্যানের। তবে এবার খানিক (Recharge Plan) বদল হয়েছে আবার। জিও তাঁর পুরনো দামেই ফিরিয়ে এনেছে প্ল্যান, এয়ারটেলেরও কিছু বদল হয়েছে। আর এদের সঙ্গে পাল্লা দিয়ে বিএসএনএল তাঁর চিরাচরিত সাধারণ মানুষের জন্য ভাবনা থেকে অনেক কম টাকায় কিছু আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে। এখন আপনি যদি একবারে ৮৪ দিনের অর্থাৎ প্রায় ৩ মাসের জন্য রিচার্জ (Recharge Tariff) করাতে চান, কীসে আপনার খরচ বাঁচবে ?


Jio-র সবথেকে কমদামী রিচার্জ প্ল্যান


রিলায়েন্স জিওর সবথেকে সস্তার প্ল্যানের কথা বলতে গেলে ৮৪ দিনের মেয়াদে আপনার রিচার্জ প্ল্যানে খরচ পড়বে ৪৭৯ টাকা। তবে এই প্ল্যানটি ভয়েস কলের জন্য সেরা, আর এতে ডেটা কম মেলে। ফলে যাদের ডেটা কম দরকার, তাদের জন্য এই প্ল্যানটি উপযুক্ত। এই ৪৭৯ টাকার প্ল্যানে আপনি পাবেন ৮৪ দিনের জন্য ৬ জিবি ডেটা, ১ হাজার মেসেজ এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধে।


Airtel-এর সস্তার রিচার্জ প্ল্যান


৮৪ দিনের রিচার্জ করাতে গেলে জিওর বদলে এয়ারটেলে দেখা যাচ্ছে আপনার খরচ পড়বে ৫০৯ টাকা। এই প্ল্যানেও যদিও জিওর মতই একইরকম সুবিধে আপনি পাবেন। ইনকামিং কলের জন্য রিচার্জের জন্য এই প্ল্যানটি উপযুক্ত হতে পারে।


Vi-তে কী প্ল্যান রয়েছে


যে সমস্ত গ্রাহকদের মোবাইলে রয়েছে ভোডাফোন আইডিয়ার সিম, তাদের জন্য আলাদা করে কোনও খরচ দিতে হবে না। অর্থাৎ এয়ারটেলের যে ৮৪ দিনের প্ল্যান রয়েছে, সেই একই খরচে একই রকম প্ল্যান আপনি ভোডাফোনেও পেয়ে যাবেন। খরচ বাড়বেও না কমবেও না।


BSNL-এ কত খরচ হবে


বিএসএনএল টেলিকম অপারেটরের সিম থাকলে আপনি সেভাবে ৮৪ দিনের প্ল্যান পাবেন না। তবে ৭০ দিনের একটি প্ল্যান রয়েছে যেখানে আপনার খরচ হবে ১৯৭ টাকা। এই টাকায় আপনি পাবেন প্রথম ১৮ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ২ জিবি করে ডেটা। তারপর সাধারণ ট্যারিফ পালস রেট অনুযায়ী টাকা কাটবে আপনার আর নেট পাবেন ৪০ এমবিপিএস স্পিডে। ফলে বিএসএনএলে এই প্ল্যান না থাকলেও আরও অন্যান্য সুবিধেজনক প্ল্যান রয়েছে যা অন্য টেলিকম অপারেটরের থেকে অনেকটাই সস্তা পড়বে।



আরও পড়ুন: Mutual Fund: এই ধরনের ফান্ডেই ভরসা বাড়ছে মানুষের, ৪ বছরে ২৫ গুণ বেড়েছে বিনিয়োগ