Moto E22s: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা 'ই' সিরিজের (Motorola E Series) নতুন ফোন মোটো ই২২এস (Moto E22s)। এটি একটি অ্যাফোর্ডেবল স্মার্টফোন (Affordable Smartphone), দাম ১০ হাজারেরও কম। জানা গিয়েছে, মোটোরোলার এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। মোটো ই২২এস ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। মোটোরোলার এই ফোনে রয়েছে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। মোটো ই২২এস ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।


মোটো ই২২এস ফোনের ভারতে দাম এবং উপলব্ধতা


মোটোরোলা ই২২এস ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে মোটো ই২২এস ফোন। ১২ অক্টোবর থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে বিভিন্ন পরিচিত ও জনপ্রিয় রিটেল স্টোর এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 


মোটো ই২২এস ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার



  • মোটোরোলার My UX interface- এর সাহায্যে পরিচালিত হবে মোটো ই২২এস ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১৬ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানেই সেট করা থাকবে এই সেলফি ক্যামেরা সেনসর।

  • মোটো ই২২এস ফোনে একটি ৬.৫ ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম। এই ফোনের ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা Full HD ভিডিও রেকর্ডিং করার মতো ফিচারের সাপোর্ট রয়েছে। 

  • মোটো ই২২এস একটি ৪জি ফোন। এখানে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। মোটোরোলা 'ই' সিরিজের এই স্মার্টফোনে ব্লুটুথ ভি ৫.০ সাপোর্ট রয়েছে। এছাড়াও ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাইয়ের সাপোর্ট পাওয়া যাবে মোট ই২২এস ফোনে। ইউজারদের নিরাপত্তার জন্য এই ফোনে রয়েছে ফেস আনলক টেকনোলজি। 

  • মোটোরোলার এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে একটি IP52 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ফোনের ওজন প্রায় ১৮৫ গ্রাম। 


আরও পড়ুন- ফ্লিপকার্টে ১০,০০০ টাকা ছাড়ে পাবেন iPhone 13,জানুন দাম ও অফার