Motorola Smartphone: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন ফোন মোটো ই৩২ (Moto E32)। এই ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। এই ফোনের (Motorola Smartphone) রেয়ার ক্যামেরা সেটিংসে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে কোয়াড পিক্সেল টেকনোলজি। মোটো ই৩২ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি। ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর আগে মোটো ই৩২ ফোন ইউরোপে লঞ্চ হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে ইউরোপের মডেলের কিছু ফারাক রয়েছে।


ভারতে মোটো ই৩২ ফোনের দাম এবং উপলব্ধতা


একটিই র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে মোটো ই৩২ ফোন। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১০,৪৯৯ টাকা। কসমিক ব্ল্যাক এবং আইসবার্গ ব্লু রঙে লঞ্চ হয়েছে মোটো ই৩২ ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কিনতে গেলে ১০ শতাংশ, প্রায় ১০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রেও থাকছে অফার। এর পাশাপাশি নো-কস্ট ইএমআইয়ের অফারও পাবেন ক্রেতারা।


মোটো ই৩২ ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার



  • এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ।

  • এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে PowerVR GE8320 GPU এবং ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

  • মোটো ই৩২ ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে মোটো ই৩২ ৪জি ফোনে। অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাপোর্ট রয়েছে এই ফোনে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই ফাইয়ের সাপোর্ট, ব্লুটুথ ভি ৫.০ ভার্সানের সাপোর্ট, টাইপ- সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। এই ফোনে ফেস আনলক টেকনোলজিও রয়েছে।


আরও পড়ুন- সাধ্যের মধ্যে দামে ভারতে হাজির নোকিয়ার নতুন ফোন 'নোকিয়া জি১১ প্লাস'