Nokia G11 Plus: নোকিয়ার (Nokia) নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে। এবার লঞ্চ হয়েছে নোকিয়া জি১১ প্লাস (Nokia G11 Plus) ফোন। জানা গিয়েছে, এই ফোনের সাহায্যে একটি bloatware free অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা। চলতি বছর জুন মাসে নোকিয়া জি১১ প্লাস ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল HMD Global। অ্যাফোর্ডেবল এই স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। নোকিয়া সংস্থার দাবি এই ফোনের ব্যাটারিতে ৩ দিন পর্যন্ত ব্যাকআপ থাকবে।


ভারতে নোকিয়া জি১১ প্লাস ফোনের দাম ও উপলব্ধতা


নোকিয়ার এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৪৯৯ টাকা। নোকিয়া কোম্পানির ভারতীয় সাইটে এই দাম ধার্য করা হয়েছে। চারকোল গ্রে এবং লেক ব্লু- এই দুই রঙে নোকিয়া জি১১ প্লাস ফোন লঞ্চ হয়েছে ভারতে। মনে করা হচ্ছে, বিভিন্ন জনপ্রিয় রিটেল স্টোর এবং অনলাইন স্টোরে দ্রুত উপলব্ধ হবে এই ফোন।


নোকিয়া জি১১ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। নোকিয়া জি১১ প্লাস ফোনে রয়েছে একটি Unisoc T606 প্রসেসর।

  • এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ৬৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ প্রায় ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • নোকিয়া জি১১ প্লাস ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ফিক্সড ফোকাস ডেপথ ক্যামেরা। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • এই ফোনে রয়েছে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ৪জি ফোনে রয়েছে ডুয়াল সিম, ডুয়াল ব্যান্ড ওয়াই ওয়াই ফাই, ব্লুটুথ ভি৫.০ ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে একটি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। ফোনের পিছনের অংশে রয়েছে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেনসর। আর রয়েছে ফেস আনলক ফিচার। এই ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত গ্রেট ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।


ভারতে লঞ্চ হবে নোকিয়ার ট্যাবলেট নোকিয়া টি১০ (Nokia T10)। সম্প্রতি নোকিয়ার এই ট্যাবের (Nokia Tablet) ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। Nokia Power User- এর রিপোর্ট অনুসারে নোকিয়া তি১০ ট্যাবের দাম ভারতে হতে পারে ১১,৯৯৯ টাকা। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের অফার পেজে এই ট্যাব তালিকাভুক্ত হয়েছে। অনুমান জনপ্রিয় ই-কমার্স সংস্থার সেলে হয়তো এই ট্যাব আরও কিছুটা ছাড়ে পাওয়া যাবে। চলতি বছর জুলাই মাসে HMD Global প্রথম নোকিয়ার এই ট্যাবলেটের কথা প্রকাশ্যে এনেছিল। এটি একটি কমপ্যাক্ট ট্যাব যেখানে লং লাস্টিং ডিউরেবল ডিজাইন রয়েছে বলে দাবি করেছে সংস্থা।


আরও পড়ুন- ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, ১৮০ ওয়াটের ফাস্ট চার্জিং নিয়ে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি