Moto G72: ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি৭২ (Moto G72) ফোন। আগামী ৩ অক্টোবর ভারতে লঞ্চ হবে মোটোরোলার (Motorola Smartphone) এই ফোন। ফ্লিপকার্টে (Flipkart) এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট এর মধ্যেই তৈরি হয়েছে। অতএব ভারতে লঞ্চের পর মোটো জি৭২ ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এটা নিশ্চিত। মোটোরোলা জি সিরিজের এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনে একটি pOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও মোটো জি৭২ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকতে পারে ৩ ৩ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। Meteorite Gray এবং Polar Blue- এই দুই রঙে মোটো জি৭২ ফোন ভারতে লঞ্চ হতে পারে। অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্টে মোটো জি৭২ ফোন পরিচালিত হতে পারে বলে শোনা গিয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে HDR10 সাপোর্ট। এর পাশাপাশি প্রসেসরের সঙ্গে যুক্ত থাকতে পারে ৬ জিবি র্যাম।
ক্যামেরা ফিচার- মোটো জি৭২ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং একটি ডেপথ সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে মোটো জি৭২ ফোনে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ডুয়াল স্পিকার। সেখানে থাকতে পারে ডলবি অ্যাটমোস সাপোর্ট। এছাড়াও এই ফোনে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার কথা রয়েছে।
ব্যাটারি এবং চার্জিং- মোটো জি৭২ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের টার্বো পাওয়ার চার্জার থাকতে পারে। এই ফোনে IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের মোটো জি৭২ ফোনের কোনও ক্ষতি হবে না। মোটোরোলার এই ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। এই ফোনের কোনও ফিচার বা স্পেসিফিকেশনই মোটোরোলা সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও ঘোষণা করা হয়নি। ভারতে ইতিমধ্যেই মোটোরোলা ‘জি’ সিরিজের বেশ কয়েকটি ফোন লঞ্চ হয়েছে। এবার ফের মোটোরোলা কর্তৃপক্ষ ‘জি’ সিরিজের আরও একটি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে।
আরও পড়ুন- ওপ্পো এ১৭ এবং ওপ্পো এ১৭এস ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা, প্রকাশ্যে সম্ভাব্য দাম