Motorola Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি৮৪ ৫জি (Moto G84 5G) ফোন।আগামী পয়লা সেপ্টেম্বর মোটোরোলার এই নতুন ৫জি ফোন (%G Phone) আসতে চলেছে ভারতের বাজারে। অনুমান করা হচ্ছে, মোটো জি৮২ ৫জি ফোনের সাকসেসর হিসেবে নতুন মডেল লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে মোটো জি৮২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল। সম্প্রতি নতুন মোটোরোলা ফোনের সম্ভাব্য ডিজাইন এবং রঙ প্রকাশ্যে এনেছে সংস্থা। এছাড়াও বেশকিছু ফিচার এবং স্পেসিফিকেশনেও সিলমোহর দিয়েছে মোটোরোলা কর্তৃপক্ষ। ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি- লঞ্চের আগেই মোটো জি৮৪ ৫জি ফোনের এই বিষয়গুলি সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে। এর পাশাপাশি আবার ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, ভারতে মোটো জি৮৪ ৫জি ফোনের দাম ২২ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা গিয়েছে, মোটোরোলার আসন্ন ফোনের থাকতে চলেছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। তার সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ (ইনবিল্ট) যুক্ত থাকতে পারে। 


মোটো জি৮৪ ৫জি ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের আপডেট থাকতে পারে। এছাড়াও এই ফোন মার্শমেলো ব্লু, মিডনাইট ব্লু এবং ভিভা ম্যাজেন্টা- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। এছাড়াও মোটো জি৮৪ ৫জি ফোনে থাকতে পারে একটি ভেগান লেদার ফিনিশ। এবার দেখে নেওয়া যাক মোটোরোলা 'জি' সিরিজের আসন্ন ফোন সম্পর্কে আর কী কী জানা গিয়েছে।



  • এই ফোনে ৬.৫৫ ইঞ্চির একটি pOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। Dolby Atmos, Moto Spatial sound and sports stereo speakers- এই সমস্ত আহদুনিক ফিচার থাকতে চলেছে মোটরোলার আসন্ন ফোনে। 

  • এছাড়াও এই ফোনে একটি ট্রিপল রেয়রা ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ৮ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেনসর থাকতে পারে এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে। আর থাকতে পারে একটি ৮ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট। আয়তাকার ক্যামেরা মডিউল থাকতে পারে ফোনের ব্যাক প্যানেলের উপরের বাঁদিকের কোণে। 

  • মোটো জি৮৪ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং একটি ৩০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকার কথা রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফিচার। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় এই ফোন নষ্ট হবে না। 


আরও পড়ুন- অগস্টের শেষে ভারতে আসছে ভিভোর নতুন ফোন, দাম কত হতে পারে?