Motorola Phones: মোটো জি৮৫ ৫জি ফোন (Moto G85 5G) ভারতে আগেই লঞ্চ হয়েছে। তবে ফের এই ফোন লঞ্চ হতে চলেছে দেশে। এবার নতুন দুই রঙে মোটো জি৮৫ ৫জি ফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ম্যাজেন্টা রঙে (Viva Magenta) মোটো জি৮৫ ৫জি ফোন লঞ্চ হবে। এখনও এই মডেল লঞ্চের দিনক্ষণ জানা যায়নি। এছাড়াও মোটো জি৮৫ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে সবুজ রঙের একটি শেডেও। আসন্ন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল (Flipkart Big Billion Day Sale) থেকে মোটোরোলার এই ফোন নতুন রঙে কেনা যাবে। মোটো জি৮৫ ৫জি ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে ভেগান লেদার ফিনিশ। এবছর জুলাই মাসে তিনটি রঙে এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। তার আগে জুন মাসে লঞ্চ হয়েছিল গ্লোবাল মার্কেটে। 


আপাতত জানা গিয়েছে, ভিভা ম্যাজেন্টা রঙে মোটো জি৮৫ ৫জি ফোন লঞ্চ হবে। ফ্লিপকার্টের পাশাপাশি মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। সবুজ রঙে আর একটি যে ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। বর্তমানে কোবাল্ট ব্লু, অলিভ গ্রিন এবং আরবান গ্রে- এই তিন রঙে কেনা যাবে মোটো জি৮৫ ৫জি ফোন। তবে নতুন ম্যাজেন্টা শেডের মডেল ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল থেকে কেনা যাবে। সবুজ রঙের মডেলটি কোথা থেকে কেনা যাবে তা জানা যায়নি। এই ফোনেও রেয়ার প্যানেলে থাকবে ভেগান লেদার ফিনিশ। এখন যে ফোনগুলি রয়েছে সেখানে রয়েছে এই ভেগার লেদার ফিনিশ। 


মোটো জি৮৫ ৫জি ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি একটি থ্রিডি কার্ভড pOLED স্ক্রিন। এই ডিসপ্লেতে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন। তার উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন লেয়ার। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে, যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর পাশাপাশি রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। মোটো জি৮৫ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, এবার আসছে কোন মডেল? কী কী ফিচার থাকতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।