Samsung Galaxy Phones: স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ফোন (Samsung Galaxy M55s) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। জানা গিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর এই ফোন ভারতে লঞ্চ হবে। স্যামসাংয়ের গ্যালাক্সি 'এম' সিরিজের (Samsung Galaxy M Series) এই ফোনে থাকতে চলেছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এর পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও থাকবে এই ফোনে। মাঝামাঝি দামের রেঞ্জে ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যলাক্সি এম৫৫এস ফোন। কোরাল গ্রিন এবং থান্ডার ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ফোন। এখনও এই ফোনের র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অতএব অনুমান যে ভারতে লঞ্চের পর স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ফোন অনলাইনে কেনা যাবে উল্লিখিত ই-কমার্স সংস্থা থেকে। 


স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ফোনে কী কী ফিচার থাকতে পারে, দেখে নিন আনুষ্ঠানিক লঞ্চের আগে (সম্ভাব্য) 



  • এই ফোনে ৬.৭ ইঞ্চির Super AMOLED প্লাস ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। 

  • এই ফোনে ৭.৮ মিলিমিটার পুরু হতে চলেছে বলে জানিয়েছে স্যামসাং সংস্থা। 

  • এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে।

  • এছাড়াও একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। 

  • এই ফোনের ক্যামেরায় থাকতে পারে স্যামসাংয়ের নাইটোগ্রাফি ফিচারের সাপোর্ট যার সাহায্যে কম আলোতেও ভাল ছবি তোলা যাবে। এছাড়াও থাকতে পারে নো শেক ক্যাম মোড। 

  • স্যামসাং গ্যালাক্সি এম৫৫এস ফোনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা ক্রমান্বয়ে ব্যবহার করে এই ফোনে ছবি এবং ভিডিও তোলা যাবে। 


আরও পড়ুন- ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ঝাঁ-চকচকে কার্ভড ডিসপ্লে, ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের নতুন ৫জি ফোন 




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।