Motorola Phones: মোটোরোলা জি সিরিজের নতুন ৫জি ফোন আসছে ভারতে। এবার লঞ্চ হবে মোটো জি৯৬ ৫জি ফোন। আগামী ৯ জুলাই দুপুর ১২টায় এই ফোন ভারতে লঞ্চ হবে। এক্স পোস্টে এই তথ্য জানিয়েছে মোটোরোলা ইন্ডিয়া। লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ফ্লিপকার্টে এই ফোনের জন্য একটি লাইভ মাইক্রোসাইট তৈরি হয়েছে। Ashleigh Blue, Dresden Blue, Cattleya Orchid, Greener Pastures- এই চারটি রঙে লঞ্চ হতে চলেছে মোটো জি৯৬ ৫জি ফোন।
এই ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। এছাড়াও থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকবে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। জল এবং ধুলোয় এই ফোন নষ্ট হবে না। কারণ এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। কার্ভ ডিসপ্লে থাকতে চলেছে মোটোরোলার এই ফোনে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে যেখানে থ্রিডি এফেক্ট পাওয়া যাবে। এটি একটি curved pOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। এর উপর সুরক্ষার জন্য Corning Gorilla Glass 5 প্রোটেকশন লেয়ার থাকবে।
আগে শোনা গিয়েছিল, মোটো জি৯৬ ৫জি ফোনে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এছাড়াও এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৮ মেগাপিক্সেলের ম্যাক্রো ভিশন ক্যামেরা সেনসর থাকতে পারে। আর ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এই ফোনে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ সাপোর্ট থাকাত কথা শোনা গিয়েছে।
Tecno Phones: ভারতে লঞ্চ হয়েছে টেকনো পোভা ৭ ৫জি সিরিজ। এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে টেকনো পোভা ৭ ৫জি এবং টেকনো পোভা ৭ প্রো ৫জি- এই দুই ফোন। টেকনো সংস্থার এই দুই ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। এছাড়াও টেকনো পোভা ৭ সিরিজের এই দুই ৫জি ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। প্রো মডেলে ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্টও রয়েছে। টেকনো পোভা ৭ ৫জি সিরিজের এই দুই ফোনের অন্যতম আকর্ষণ হল ব্যাক প্যানেলে থাকা একটি নতুন মাল্টি ফাংশনাল ডেল্টা লাইট ইন্টারফেস। এছাড়াও টেকনো পোভা ৭ ৫জি এবং টেকনো পোভা প্রো ৭ ৫জি- এই দুই ফোনে রয়েছে সংস্থার Ella AI সাপোর্ট। একাধিক ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে এই AI ফিচারে।