নয়া দিল্লি: এখন যে কোনও কাজে আধার কার্ডের পাশাপাশি প্যান কার্ডও বাধ্যতামূলক। আয়কর বিভাগ দেশের নাগরিকদের আর্থিক লেনদেন-সহ সমস্ত আর্থিক বিষয়ের উপর নজর রাখার জন্য প্যান কার্ড জারি করে। এতে একটি ১০ ​​সংখ্যার আলফানিউমেরিক নম্বর রয়েছে, যার সাহায্যে আয়কর বিভাগ আপনার আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করতে পারে। 

তবে সম্প্রতি একটি মেইল আসছে অনেকের কাছে। সেখানে 'ডাউনলোড e-PAN' অ্যাড্রেস থেকে মেইলটি আসছে। সেখানে বলা হচ্ছে, ডাউনলোড ই-প্যান কার্ড অনলাইন। স্টেপ টু স্টেপ গাইড। সেই লিঙ্কে ক্লিক করলেই অ্যাকাউন্ট হ্যাক! 

সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে পিআইবি। সেখানে একটি সতর্কবার্তা পোস্ট করা হয়েছে। বলা হয়েছে, এই মেইলটি সম্পূর্ণ ভুয়ো। সরকার বা প্যান কার্ড অথরিটি থেকে এ ধরনের কোনও মেইল করা হচ্ছে না। ফলে এই সব লিঙ্কে ক্লিক করতে বারণ করা হচ্ছে গ্রাহকদের।                                      

কীভাবে এই প্রতারণা থেকে রক্ষা পাবেন ১। এই ধরনের মেলের উত্তর দেবেন না। সন্দেহজনক ইমেল দেখলে ক্লিক করবেন না।  ২। মেলে কোনও লিঙ্ক দেওয়া থাকলে খুলবেন না। এতে ম্যালওয়্যার থাকতে পারে।৩। লিঙ্কগুলিতে ক্লিক করলে তা আপনাকে প্রতারণামূলক সাইটগুলিতে নিয়ে যাবে। আপনি যদি ইতিমধ্যেই ক্লিক করে থাকেন, তাহলে গোপন তথ্য দেবেন না।                                                       

স্ক্যামাররা বিনামূল্যে "ই-প্যান কার্ড অনলাইনে ডাউনলোডের টোপ দেয় এখানে। যাতে কার্ড ডাউনলোড করার জন্য কিছু ধাপের কথাও বলা হয়। আসলে এই ইমেলগুলির মধ্য়েই লুকিয়ে থাকে একটি ফিশিং লিঙ্ক। এই  লিঙ্কে ক্লিক করলে নকল ওয়েবপেজে রিডিরেক্ট করা হয়। যাতে আপনার তাদের ব্যক্তিগত বিবরণ জমা দিতে বলে স্ক্যামাররা।