Smartphone's Camera: স্মার্টফোন (Smartphones) কেনার ক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দ ক্যামেরার গুণমান (Camera Specifications)। বিশেষ করে তরুণ প্রজন্মের বেশিরভাগই ক্যামেরা স্পেসিফিকেশন দেখে ফোন কিনে থাকেন। আর ফোনের এই ক্যামেরা স্পেসিফিকেশন প্রসঙ্গেই উল্লেখ্য ২০০ মেগাপিক্সেলের (200 MP Camera) প্রাইমারি ক্যামেরা- সহ নতুন ফোন লঞ্চ করতে চলেছে লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলা (Motrola Moto X30 Pro)। শোনা গিয়েছে, মোটো এক্স৩০ প্রো ফোন লঞ্চ হবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে। আপাতত চিনেই এই ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকার কথা রয়েছে। এছাড়াও মোটোরোলা এক্স সিরিজের এই ফোনে ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এর পাশাপাশি মোটো এক্স৩০ প্রো ফোনে অ্যান্ড্রয়েড ১২ এবং ১২ জিবি র্যামের সাপোর্ট থাকবে বলেও শোনা গিয়েছে।
আগামী ২ অগস্ট চিনে লঞ্চ হবে মোটো এক্স৩০ প্রো ফোন। এই প্রথম মোটোরোলার কোনও স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর যুক্ত হতে চলেছে। এই ফোনে আর কী কী ফিচার বা স্পেসিফিকেশন থাকতে পারে অর্থাৎ মোটো এক্স৩০ প্রো ফোনের সম্ভাব্য কয়েকটি ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন একনজরে।
- ১। এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রেজোলিউশন হবে HD+। আর রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ।
- ২। শোনা যাচ্ছে, দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে মোটো এক্স৩০ প্রো ফোন। একটি মডেলে থাকতে পারে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অন্যটিতে থাকতে পারে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
- ৩। মোটো এক্স৩০ প্রো স্মার্টফোনে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি থাকার কথাও শোনা গিয়েছে।
আপাতত শোনা গিয়েছে, মোটোরোলার এই ফোন শুধু চিনেই লঞ্চ হতে চলেছে। আন্তর্জাতিক বাজারে বা ভারতে কবে এই ফোন লঞ্চ হবে বা আদৌ লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে মোটোরোলা কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।
আরও পড়ুন- ৯২৯৯ টাকায় ভারতে লঞ্চ হল টেকনো স্পার্ক ৯টি, ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে বাজেট ফোনের