কলকাতা: আগামীকাল অর্থাৎ ২৯ তারিখ 'হইচই' (Hoichoi) -এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সোহিনী সরকার (Sohini Sarkar), রাজনন্দিনী পাল (Rajnandini Paul) অভিনীত ওয়েবসিরিজ 'সম্পূর্ণা'। তাঁরা ছাড়াও এই সিরিজে রয়েছেন অনুভব কাঞ্জিলাল (Anubhab Kanjilal), প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee), লাবণি সরকার (Laboni Sarkar), রজত গঙ্গোপাধ্যায় (Rajat Ganguly) ও অন্যান্যরা।


আরও পড়ুন: Kothamrito Exclusive: 'আমার ইচ্ছাপূরণ করতে বাড়িওয়ালাকে অনুরোধ করে বন্ধ দরজা খুলিয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়' 


আজ মুক্তি পেয়েছে সিরিজের নতুন গান 'আজু সখী'। রবীন্দ্রসঙ্গীতকে বাঁধনে দেখানো হয়েছে দুই নারীর মানসিক টানাপোড়েন আর বন্ধুতার গল্প। দেখানো হয়েছে সুন্দর পারিবারিক সম্পর্ককেও।


সিরিজটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল (Shayantan Ghoshal)। পরিচালক বলছেন, 'সম্পূর্ণা আমার কাছে খুব বিশেষ একটা প্রোজেক্ট। কারণ এই গল্পের বিষয়বস্তুটা এমনই যেটা নিয়ে বার বার কথা বলা উচিত। এখন বৈবাহিক ধর্ষণ নিয়ে মানুষ আগের থেকে অনেক বেশি অবগত ও এর প্রতিবাদও হয়। রয়েছে উপযুক্ত শাস্তিও। তারপরেও এখনও সমাজের গভীরে এই সমস্যা রয়েই গিয়েছে। বিবাহ হোক বা না হোক, যে কোনও পরিস্থিতিতে প্রত্যাখানকে সম্মান জানানো উচিত।'


কীভাবে বিয়ের পরে সমস্ত পরিস্থিতিকে সামলাবে দুই নারী, সেই গল্পই বলবে সম্পূর্ণা।