Motorola Phone: ভারতে আসছে মোটোরোলা 'এজ' সিরিজের নতুন ফোন। মোটোরোলা এজ ৬০ ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী সপ্তাহে দেশে এই ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে। ইতিমধ্যেই জানা গিয়েছে কোন কোন রঙে এই ফোন লঞ্চ হবে। এর পাশাপাশি জানা গিয়েছে, মোটোরোলা এজ ৬০ ফোনে কেমন র‍্যাম এবং স্টোরেজ সাপোর্ট থাকবে। ভারতে লঞ্চ হতে চলা মোটোরোলা এজ ৬০ ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ চিপসেট থাকবে বলে জানা গিয়েছে। এর সাহায্যেই পরিচালিত হবে ফোন। এছাড়াও মোটোরোলা এজ ৬০ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।  

মোটোরোলা সংস্থা তাদের ভারতীয় ওয়েবসাইটে দাবি করেছে, আগামী ১০ জুন তারা দেশে লঞ্চ করতে চলেছে মোটোরোলা এজ ৬০ ফোন। দুটো রঙে মোটোরোলা 'এজ' সিরিজের এই ফোন ভারতে লঞ্চ হবে। আর এখানে থাকবে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। ভারতে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। 

মোটোরোলা এজ ৬০ ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একনজরে 

  • অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট থাকতে চলেছে এই ফোনে। একটি pOLED স্ক্রিন পাবেন ইউজাররা যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। ডিসপ্লের উপর সুরক্ষার খাতিরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৭আই কোটিং। Dolby Atmosস্টিরিও স্পিকার থাকতে চলেছে মোটোরোলা এজ ৬০ ফোনে। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, ৩এক্স জুম সমেত থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 
  • মোটোরোলা এজ ৬০ ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। 

মে মাসের শেষদিকে ভারতে মোটোরোলা রেজর সিরিজের নতুন ফোন লঞ্চ হয়েছে। এবার দেশে লঞ্চ হয়েছে মোটোরোলা রেজর ৬০ মডেল (Motorola Razr 60)। এই clamshell ফোল্ডেবল ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির pOLED মেন ডিসপ্লে এবং ৩.৬৩ ইঞ্চির কভার স্ক্রিন। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০এক্স চিপসেট রয়েছে। তাছাড়াও রয়েছ ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ইনার ডিসপ্লের উপর ইউজাররা পাবেন ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টার আউটার ডিসপ্লে প্রোটেকশন।