নয়াদিল্লি: মিডরেঞ্জ মোবাইল মার্কেটে বড় বাজি মোটোরোলার। ২১,০০০ টাকা থেকে শুরু করে ৩০,০০০ টাকার মধ্যে পাওয়া যাবে প্রিমিয়াম কোয়ালিটির ফোন। Motorola Edge 20 সিরিজে সবথেকে বড় চমক থাকছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।


কদিন আগেই ভারতে ফাঁস হয়ে গিয়েছিল Motorola Edge 20 সিরিজের দাম। শোনা গিয়েছিল, ২১,০০০ টাকা দাম হতে পারে মোটোরোলা এজ ২০ ফিউশনের। মঙ্গলবার কথামতো বাজারে ফোন লঞ্চ করল কোম্পানি। গত মাসে ইউরোপিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে মোটোরোলা এজ ২০ সিরিজের তিনটি ভ্যারিয়েন্ট।যেখানে Motorola Edge 20, Motorola Edge 20 Pro ও তিন নম্বরে ছিল Motorola Edge 20 Lite-এর নাম। এবার সেই ধরনের ফিচার নিয়েই ভারতে লাইটের পরিবর্তে ফিউশন এনেছে কোম্পানি। 


এখানে  Motorola Edge 20-র কড়া টক্কর হবে OnePlus Nord 2, Vivo V21 ছাড়াও Samsung Galaxy A52-র সঙ্গে। পাশাপাশি Motorola Edge 20 Fusion পাঞ্জা কষবে OnePlus Nord CE, Samsung Galaxy M42 ও Mi 10i-এর বিরুদ্ধে। 


Motorola Edge 20 Price
মোটোরোলার নতুন এই ফোনের ৮ জিবি ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ২৯,৯৯৯টাকা। ফ্রস্টেড পার্ল ছাড়াও ফ্রস্টেড এমার্ল্ড কালারে পাওয়া যাবে এই ফোন। আগামী ২৪ অগাস্ট থেকে ফ্লিপকার্টে শুরু হবে এই ফোনের সেল। বেলা ১২টা থেকে শুরু হবে ফোনের বিক্রি। 


Motorola Edge 20 Fusion Price
নতুন ফোনের ৬জিবি ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২১,৪৪৯ টাকা। ফোনের ৮জিবি ১২৮ জিবি মডেলের দাম ২২,৯৯৯টাকা।সাইবার টিল ও ইলেকট্রিক গ্রাফাইট কালারে পাওয়া যাবে ফোন। আগামী ২৭ অগাস্ট বেলা ১২টা থেকে ফ্লিপকার্টে শুরু হবে ফোনের বিক্রি। এ ছাড়াও বড় রিটেইল স্টোরে পাওয়া যাবে ফোন।


Motorola Edge 20 স্পেসিফিকেশন
৬.৭ ইঞ্চির ফুল এইচডি ওএলইডি ফোনে রয়েছে ১৪৪ হার্টজের রিফ্রেস রেট। নতুন মডেলে ৭৭৮ স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়েছে কোম্পানি। এই ভ্যারিয়েন্টে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এ ছাড়াও রয়েছে ১৬ ও ৮ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। এরমধ্যে রয়েছে অপটিক্যাল জুমের সুবিধা। ৪০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে ফোনে রয়েছে টার্বো চার্জার।


Motorola Edge 20 Fusion
এই ফোনেও ৬.৭ ইঞ্চির ফুল এইচডি ওএলইডি ম্যাক্স ভিশন ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনে। রয়েছে ৯০ হার্টজের রিফ্রেস রেট। তবে স্ন্যাপড্রাগনের পরিবর্তে ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ প্রসেসর।এই ফোনেও ১০৮ মেগার প্রাইমারি ক্যামেরা দিয়েছে কোম্পানি। তবে সেকেন্ডারি ক্যামেরার ক্ষেত্রে দেওয়া হয়েছে ৮ ও ২ মেগাপিক্সেলের সেন্সর। টার্বো ফাস্ট চার্জিং থাকলেও ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।