5G in India: ভারতে ১ অক্টোবর India Mobile Congress ইভেন্টে চালু হয়েছে ৫জি (5G) পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে ৫জি- র সুচনা করেছেন। এর মধ্যেই নির্দিষ্ট কিছু শহরে ৫জি সার্ভিস চালু করেছে রিলায়েন্স জিও (Jio) এবং ভারতী এয়ারটেলের (Airtel) মতো বড় টেলিকম সংস্থা। এবার মোটোরোলা (Motorola) সংস্থা জানিয়েছে যে তাদের কোন কোন ফোনে ৫জি পরিষেবা পাওয়া যাবে। ইতিমধ্যেই মোটোরোলা কর্তৃপক্ষ OTA আপডেটের রোলিং আউট শুরু করেছে। এর মাধ্যমেই মোটোরোলা এজ ৩০ আলট্রা এবং এজ ৩০ ফিউশন ফোনে ৫জি সাপোর্ট পাবেন ইউজাররা।
মোটোরোলার ৫জি ফোন যেগুলো ভারতে লঞ্চ হয়েছে সেগুলোতে রয়েছে ৮টি sub-6GHz ৫জি ব্যান্ড সাপোর্ট করার মতো হার্ডওয়্যার। সব মিলিয়ে এই স্মার্টফোনগুলি ১১ থেকে ১৩টি ৫জি ব্যান্ড সাপোর্ট করতে পারে। মোটোরোলা সংস্থা যেহেতু ইতিমধ্যেই ভারতে OTA আপডেটের রোল আউট শুরু করেছে তাই স্মার্টফোনের মডেলগুলিতে জিও, এয়ারটেল এবং ভোডাফন-আইডিয়ার ৫জি পরিষেবা একে একে পাবেন ইউজাররা।
মোটোরোলা এজ ৩০ আলট্রা এবং মোটোরোলা এজ ৩০ ফিউশন- এই দুই ফোন ছাড়াও একগুচ্ছ মোটোরোলা ফোনে ৫জি পরিষেবার সাপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মোটোরোলা জি সিরিজের ফোন মোটো জি৬২, মোটো জি৮২, মোটো এজ ৩০, মোটো জি৭১- এই ফোনগুলিতে আগামী ২৫ অক্টোবর থেকে OTA আপডেটের রোল আউট শুরু হবে। অন্যদিকে মোটোরোলা এজ ৩০ প্রো, মোটো জি৫১, মোটোরোলা এজ ২০ প্রো, মোটোরোলা এজ ২০ এবং মোটোরোলা এজ ২০ ফিউশন- এইসব ফোনের ক্ষেত্রে ১১ লভেম্বর থেকে OTA আপডেটের রোল আউট শুরু হবে।
অন্যদিকে আবার শোনা গিয়েছে ভারতে অ্যাপেল কর্তৃপক্ষ তাদের ৫জি সাপোর্ট যুক্ত ফোনের ক্ষেত্রে সফটওয়্যার আপগ্রেডের রোলিং আউট শুরু করবে ডিসেম্বর মাস থেকে। আর দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের ৫জি ডিভাইসের জন্য ৫জি সাপোর্ট দেবে সম্ভবত নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে।
এয়ারটেল এবং জিও ইউজাররা বর্তমানে যে সিম ব্যবহার করছেন সেখানেই ৫জি সার্ভিস পাবেন। আলাদা করে সিম কেনার প্রয়োজন নেই। কিংবা সিম পরিবর্তনেরও দরকার নেই। ৪জি সার্ভিসের তুলনায় অনেক গুণ বেশি স্পিড পাবেন ৫জি নেটওয়ার্কে। India Mobile Congress (IMC) ইভেন্টে বলা হয়েছে ৫জি সার্ভিসে ডাউনলোড স্পিড 306Mbps এবং আপলোড স্পিড 25.4Mbps। রিলায়েন্স জিও-র তরফে বর্তমানে ৫জি পরিষেবা উপলব্ধ হয়েছে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে। ভারতী এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে।
আরও পড়ুন- ভারতে চালু ৫জি পরিষেবা, গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি থাকুক আপনার নজরে