5G in India: ভারতের বেশ কিছু শহরে ইতিমধ্যেই চালু হয়েছে ৫জি (5G Network) পরিষেবা। জিও (Jio) এবং এয়ারটেল (Airtel) - এই দুই টেলিকম সংস্থার তরফে ভারতে ৫জি পরিষেবা (5G Service) চালু করা হয়েছে। দুই সংস্থাই দাবি করেছে ২০২৩ সালের মধ্যে দেশের বেশিরভাগ শহরে ৫জি সার্ভিস চালু করবে তারা। ইতিমধ্যেই ভারতে এমন কিছু ফোন লঞ্চ হয়েছে সেখানে ৫জি পরিষেবা পেতে পারেন ইউজাররা। তবে ইউজাররা চাইলেই কিন্তু ৫জি পরিষেবার সুবিধা পাবেন না। ৫জি সার্ভিস চালু করতে চাইলে কিছু নিয়ম কানুন মানতে হবে ইউজারদের।


ভারতে চালু ৫জি, গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন


১। আপনার ৫জি ফোন থাকলেই ৫জি নেটওয়ার্কের সুবিধা পাবেন না ইউজাররা। ফোন যে সংস্থা তৈরি করেছে তাদের একটি আপডেট দিতে হবে। তারপরই ৫জি পরিষেবা ব্যবহার করতে পারবেন আপনি। যদি কোনওভাবে আপনার স্মার্টফোনের মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ৫জি অপশন না দেখায় তাহলে বুঝতে হবে যে আপনার ফোনে এখনও আপডেট যুক্ত হয়নি।


২। ৫জি পরিষেবা সুবিধা পেতে হলে ৫জি ফোন এবং ৫জি সিম, এই দুটো জিনিস থাকা প্রয়োজন। এর পরে অবশ্য স্মার্টফোনের সেটিংসেও কিছু পরিবর্তন করতে হবে। তারপরেই ৫জি নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন আপনি। ফোনের মোবাইল নেটওয়ার্ক সেটিংসে গিয়ে ৫জি নেটওয়ার্ক মোড সিলেক্ট করলে আপনার ফোনে ৫জি পরিষেবা এনাবেল হয়ে যাবে।


৩। এয়ারটেল এবং জিও ইউজাররা বর্তমানে যে সিম ব্যবহার করছেন সেখানেই ৫জি সার্ভিস পাবেন। আলাদা করে সিম কেনার প্রয়োজন নেই। কিংবা সিম পরিবর্তনেরও দরকার নেই।


৪। ৪জি সার্ভিসের তুলনায় অনেক গুণ বেশি স্পিড পাবেন ৫জি নেটওয়ার্কে। India Mobile Congress (IMC) ইভেন্টে বলা হয়েছে ৫জি সার্ভিসে ডাউনলোড স্পিড 306Mbps এবং আপলোড স্পিড 25.4Mbps।


৫। রিলায়েন্স জিও-র তরফে ৫জি পরিষেবা উপলব্ধ হয়েছে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে। তবে কর্তৃপক্ষের লক্ষ্য ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে সারা ভারতে ৫জি পরিষেবা চালু করবে তারা।


৬। ভারতী এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে। চলতি বছরের শেষের মধ্যে বড় বড় এবং গুরুত্বপূর্ণ মেট্রোপলিটান শহরগুলিতে ৫জি পরিষেবা চালু করার চেষ্টায় রয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ। আর ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত বড় শহরে ৫জি সার্ভিস চালু করতে চায় এয়ারটেল কর্তৃপক্ষ।


৭। ভোডাফোন আইডিয়া সংস্থার তরফে ভারতে ৫জি পরিষেবা চালু করার ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সংস্থা। তবে দেশে খুব তাড়াতাড়ি ৫জি পরিষেবা চালু করবে বলে আশ্বাস দিয়েছে এই টেলিকম সংস্থা।


৮। ভারতে জিও এবং এয়ারটেল যেসমস্ত শহরে ৫জি পরিষেবা চালু করেছে সেখানে বিনামূল্যেই পাওয়া যাচ্ছে পরিষেবা। আলাদা করে অতিরিক্ত কোনও চার্জ নেওয়া হচ্ছে না। তবে অনুমান খুব তাড়াতাড়িই ৫জি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হবে এই টেলিকম সংস্থাগুলি।


৯। এয়ারটেলের তরফে জানানো হয়েছে ইউজাররা ৪জি প্রিপেড রিচার্জ প্ল্যানের খরচেই ৫জি প্ল্যানের রিচার্জ করতে পারবেন। অন্যদিকে জিও আবার জানিয়েছে যে সবচেয়ে সস্তায় ৫জি রিচার্জ প্ল্যান নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবে তারা।


আরও পড়ুন- আইফোন এসই ৪ মডেলে থাকতে পারে ৬.১ ইঞ্চির ডিসপ্লে, নচ ডিজাইন থাকারও সম্ভাবনা