Motorola Smartphone: মোটোরোলা এজ ৩০ আলট্রা এবং মোটোরোলা এজ ৩০ ফিউশন- এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে। মোটোরোলা এজ সিরিজের এই দুই ফোনে এমন কিছু ফিচার আছে, যা প্রথম এই ফোনেই লঞ্চ করা হয়েছে। মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনে রয়েছে একটি ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। এর সঙ্গে ১২৫ ওয়াটের TurboPower ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনে। অন্যদিকে মোটোরোলা এজ ৩০ ফিউশন ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর।


ভারতে মোটোরোলা এজ ৩০ সিরিজের এই দুই ফোনের দাম এবং উপলব্ধতা


মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। Interstellar Black এবং Starlight White- এই দুই রঙে পাওয়া যাচ্ছে মোটো এজ ৩০ আলট্রা ফোন। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেলে এই ফোন ৫৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে বলে শোনা গিয়েছে।


মোটোরোলা এজ ৩০ ফিউশন ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৪২,৯৯৯ টাকা। Cosmic Grey এবং Solar Gold- এই দুই রঙে পাওয়া যাচ্ছে মোটো এজ ৩০ ফিউশন ফোন। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেলে এই ফোন কেনা যাবে ৩৯,৯৯৯ টাকায়।


ফ্লিপকার্টের পাশাপাশি রিলায়েন্স ডিজিটাল থেকেও মোটো এজ ৩০ আলট্রা এবং মোটো এজ ৩০ ফিউশন ফোন কেনা যাবে বলে শোনা গিয়েছে।


মোটোরোলা এজ ৩০ সিরিজের এই দুই ফোনের গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশন


ক্যামেরা ফিচার্স- মোটো এজ ৩০ আলট্রা ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট রয়েছে এই ক্যামেরা সেনসরে। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেল এবং ৫০ মেগাপিক্সেলের আরও দু’টি ক্যামেরা সেনর। ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে এই ফোনের ডিসপ্লের উপর। মোটো এজ ৩০ ফিউশন ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে সেখানে। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।


ক্যামেরা এবং চার্জিং ফিচার- মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনে রয়েছে ৪৬১০ এমএএইচ ক্যামেরা এবং ১২৫ ওয়াটের TurboPower ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট। মোটোরোলা এজ ৩০ ফিউশন ফোনে রয়েছে ৪৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট।