নয়াদিল্লি: কদিন আগেই ইউরোপে লঞ্চ হয়েছে এই ফোন। শীঘ্রই ভারতে আসতে চলেছে Moto G200। ফ্ল্যাগশিপ স্তরের এই ফোন ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।টিপস্টারদের মতে, ডিসেম্বরে দেশে লঞ্চ হবে Motorola-র দমদার ডিভাইস।


Motorola Upcoming Phone: ইতিমধ্যেই ফোনের স্পেকস ফাঁস করেছেন টিপস্টাররা। যাতে দেখা গিয়েছে ৮৮৮ চিপসেটের সঙ্গে ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। টিনটে রেয়ার ক্যামেরা থাকবে ফোনে। Moto G200 ফোনে থাকতে পারে ৮জিবি ২৫৬ জিবির স্টোরেজ অপশন। পাশপাশি ৫০০০ এমএএইচের ব্যাটারি থাকবে ফোনে। এছাড়াও দেওয়া হবে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট।


Moto G200 Update: সম্প্রতি ফোনের বিষয়ে তথ্য ফাঁস করেছেন টিপস্টার দেবায়ন রায়। তাঁর মতে, ৮৮৮ চিপসেটের এই ফোন আগামী ৩০ নভেম্বর আনতে চলেছে মোটোরোলা(Motorola)। পরে অবশ্য ফের ট্যুইট করে তিনি জানান, ইউরোপে মোটোর যেফোনটি লঞ্চ করা হয়েছে তা ভারতে লঞ্চ হতে সামান্য দেরি হতে পারে। কোনও কারণে ৩০ নভেম্বর এই ফোন বাজারে না এলে নিশ্চিত ডিসেম্বরেই এই ফোন আসবে। এর ভারতে আসার খবর সত্যি।


 



Moto G200 Specifications : ফোনে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে ১৪৪ হার্টজের রিফ্রেস রেট। ৮৮৮ চিপসেটের সঙ্গে ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। টিনটে রেয়ার ক্যামেরার মধ্যে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছাড়াও রয়েছে ২ মেগার ডেপথ সেন্সর। সেলফির জন্যও পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের শ্যুটার। ইউরোপে ফোনেরদামা রাখা হয়েছে EUR 449 (প্রায় ৩৭,৬০০ টাকা) ।


আরও পড়ুন: WIFI Connection: ইন্টারনেটের স্পিড নিয়ে সমস্যা ? দুরন্ত গতি পেতে মেনে চলুন এই টিপস


আরও পড়ুন : SBI two-wheeler loans: ২৫৬ টাকার EMI-তে দু'চাকার লোন, দারুণ অফার দিচ্ছে SBI