Motorola Phones: ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোন। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন২ চিপসেট। এছাড়াও রয়েছে ৭০০০ এমএএইচের সিলিকন-কার্বন ব্যাটারি। এর পাশাপাশি মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট, যেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর পাবেন গ্রাহকরা। এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লের রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। তিনটি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। দুটো স্টোরেজ এবং একটিই র‍্যাম কনফিগারেশনে লঞ্চ হয়েছে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোন। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং মোটোরোলার ওয়েবসাইট থেকে। 

Continues below advertisement

মোটো জি৬৭ পাওয়া ৫জি ফোনের ভারতে দাম কত, কোথা থেকে কেনা যাবে, কবে শুরু বিক্রি 

ভারতে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে বেস মডেলের ক্ষেত্রে ছাড় রয়েছে ১০০০ টাকা। ফলে ফোন কেনা যাবে ১৫ হাজার টাকার কমেই, ১৪,৯৯৯ টাকায়। ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হবে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোনের। 

Continues below advertisement

মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 

মোটোরোলার এই ফোনের ডুয়াল সিম এবং অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা। এছাড়াও রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন। তার উপরে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা ৭আই প্রোটেকশন লেয়ার। মোটোরোলার দাবি তাদের নতুন এই ফোন যথেষ্ট শক্তপোক্ত। অতএব সহজে ভাঙার সম্ভাবনা নেই। 

এই ফোনের ইনবিল্ট র‍্যমের পরিমাণ ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অন্যদিকে ইউজারদের সুরক্ষার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। গুগলের জেমিনি এআই ভয়েস অ্যাসিসট্যান্স সাপোর্ট রয়েছে এই ফোনে। 

মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং টু-ইন-ওয়ান ফ্লিকার ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সঙ্গে মোটোরোলার নতুন ফোনে রয়েছে ৩০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে এই ফোনে ৪৯ ঘণ্টার কলিং ব্যাকআপ, ২৮ ঘণ্টা ওয়েব ব্রাউজিং, ৩৩ ঘণ্টার ভিডিও প্লেব্যাক, ১৩০ ঘণ্টার মিউজিক প্লেব্যাক - এইসব সাপোর্ট পাওয়া যাবে।