Motorola Razr 2022: মোটোরোলার (Motorola Smartphone) নতুন ফোন Motorola Razr 2022- র প্রাইমারি ডিসপ্লের ফার্স্ট লুক অফিশিয়াল ভাবে প্রকাশ্যে এনেছেন মোটোরোলা সংস্থার জেনারেল ম্যানেজার চেন জিন (Chen Jin)। তবে ডিসপ্লের (Display) লুক প্রকাশ্যে এলেও এখনও তার স্পেসিফিকেশন প্রকাশ হয়নি। তবে শোনা যাচ্ছে এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকবে। তার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ফোল্ডেবল স্মার্টফোন চিনে লঞ্চ হবে আগামী ২ অগস্ট। একই সঙ্গে চিনে লঞ্চ হবে মোটো এক্স৩০ প্রো ফ্ল্যাগশিপ ফোন। আপাতত Motorola Razr 2022 ফোনের ফ্রন্ট ভিউ অর্থাৎ সামনের অংশ কেমন দেখতে হবে তা প্রকাশ পেয়েছে। 


কী কী ফিচার-স্পেসিফিকেশন থাকতে পারে Motorola Razr 2022 ফোনের প্রাইমারি ডিসপ্লেতে


ফোল্ডেবল ফোন হওয়ায় Motorola Razr 2022 ফোনে প্রাইমারি ডিসপ্লে আলাদা ভাবে থাকবে। তার উপর থাকতে পারে একটি হোল-পাঞ্চ কাট আউট। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা সেনসর। আপাতত এই ডিসপ্লে সম্পর্কে আর কোনও তথ্য জানা যায়নি। ফোন লঞ্চের পরে বা লঞ্চের কয়েকদিন আগে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে অনুমান করা হচ্ছে। 


ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার



  • ১। TENAA লিস্টিং অনুসারে মোটোরোলার এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির OLED মেন ডিসপ্লে থাকতে পারে সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি ২.৬৫ ইঞ্চির OLED সেকেন্ডারি ডিসপ্লে থাকতে পারে। 

  • ২। তিনটি র‍্যাম ৮ জিবি, ১২ জিবি ও ১৮ জিবি এবং তিনটি স্টোরেজ ১২৮ জিবি,  ২৫৬ জিবি ও ৫১২জিবি নিয়ে লঞ্চ হতে পারে Motorola Razr 2022 ফোন। এছাড়াও এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকতে পারে। মোটোরোলা সংস্থার দাবি এই প্রথম কোনও ফোল্ডেবল ফোনে এই আধুনিক প্রসেসর থাকতে চলেছে। 

  • ৩। ক্যামেরার দিক থেকেও Motorola Razr 2022 ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • ৪। এই ফোনে একটি ৩২০০ এমএএইচ ডুয়াল সেল ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। Quartz Black এবং Tranquil Blue- এই দুই রঙ্গে লঞ্চ হতেপারে Motorola Razr 2022 ফোন। দাম হতে পারে EUR 1,149- ভারতীয় মুদ্রায় প্রায় প্রায় ৯৪ হাজার টাকা। 


আরও পড়ুন- ওয়ানপ্লাসের নতুন ফোনে থাকবে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, দেখে নিন অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন