সমীরণ পাল, দক্ষিণ ২৪ পরগনা: তাঁর ফ্ল্যাট থেকেই মিলেছে গুপ্তধন! রাশি রাশি টাকা আর তাল তাল সোনা! অথচ এ হেন অর্পিতা মুখোপাধ্যায়েরই (Arpita Mukherjee) ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকা বকেয়া! এমনকি ২০১৯-এর পুজোর চাঁদার টাকাও এখনও দেননি অর্পিতা। এমনই দাবি করলেন, বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস আবাসন কর্তৃপক্ষ। 


বুধবার ফ্ল্যাটের ভিতরে তখনও ইডির তল্লাশি চলছে। আর বাইরে তখন খবর আসছে, টালিগঞ্জের মতো, বেলঘরিয়ার অর্পিতার এই ফ্ল্যাটেও রয়েছে বস্তা বস্তা টাকা! ১০ কোটি, ১৫ কোটি, ২০ কোটি, ২৫ কোটি। কার্যত ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে টাকার পরিমাণ। আর তা শুনেই বুধবার গভীর রাতে ভিড় জমিয়েছিলেন বেলঘরিয়ার অভিজাত আবাসন ক্লাব টাউন হাইটসের বাসিন্দারা। 


সেই ঘটনার পর দু’দিন কেটে গেলেও, এখনও যেন ঘোর কাটেনি এখানকার বাসিন্দাদের। বুধবার ১৮ ঘণ্টার তল্লাশিতে অর্পিতার ১৪০০ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এ ছাড়াও, মিলেছে ৬ কেজি সোনা। যার মূল্য ৪ কোটিরও বেশি। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বাট, মুঠো মুঠো রুপোর কয়েন ও সম্পত্তির একাধিক দলিল। 


অথচ যার ফ্ল্যাট থেকে এই গুপ্তধনের খোঁজ মিলেছে, সেই অর্পিতা মুখোপাধ্যায়েরই ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকা বাকি রয়েছে। এমনকি ২০১৯-এ আবাসনের পুজোয় চাঁদা দেবেন বলেও, শেষ অবধি দেননি অর্পিতা! কামারহাটি পুরসভার অন্তর্গত বেলঘরিয়ার এই ক্লাব টাউন হাইটসে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট রয়েছে। একটি ব্লক টু-এ 2A, অপরটি ব্লক ফাইভের 8A। পুরসভার দাবি, দুটি ফ্ল্যাটের একটিরও মিউটেশন করা হয়নি এখনও। অর্থাত্‍ পুরসভার কাছে এই ফ্ল্যাট নিয়ে কোনও তথ্য নেই। 


এখানকার বাসিন্দারা বলছেন, অর্পিতাকে খুব একটা দেখা যেত না! এমনকি বাকিদের সঙ্গে তেমনভাবে মিশতেনও না তিনি! কিন্তু, গুপ্তধন উদ্ধারের সৌজন্যে সেই অর্পিতা মুখোপাধ্যায়ের নামই এখন সবার মুখে মুখে। 


আরও পড়ুন: Arpita Mukherjee : অর্পিতার থেকে বিপুল টাকা-গয়না ও সম্পত্তি উদ্ধারের তদন্তে নামতে পারে আরও দুই কেন্দ্রীয় এজেন্সি