Motorola Smartphone: গত সপ্তাহেই চিনে লঞ্চ হয়েছে Motorola Razr 40 সিরিজ। এই স্মার্টফোন সিরিজে রয়েছে Motorola Razr 40 এবং Motorola Razr 40 আলট্রা মডেল। শোনা যাচ্ছে, এই দুই ফোন ভারতেও দ্রুত লঞ্চ হতে পারে। Motorola Razr 40 ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর। অন্যদিকে Motorola Razr 40 আলট্রা ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। এই দুই ফোনে যথাক্রমে রয়েছে ৪২০০ এমএএইচ ব্যাটারি এবগ ৩৮০০ এমএএইচ ব্যাটারি। ভারতে লঞ্চের পরে Motorola Razr 40 এবং Motorola Razr 40 আলট্রা ফোন অ্যামাজন থেকে কেনা যাবে। 


ভারতে Motorola Razr 40 এবং Motorola Razr 40 আলট্রা ফোনের সম্ভাব্য দাম


মোটোরোলার নতুন দুই ফোন কবে ভারতে লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। সেই সঙ্গে দাম সম্পর্কেও কিছু আভাস পাওয়া যায়নি। তবে এগুলি প্রিমিয়াম রেঞ্জের ফোন হওয়ায় দাম একটু চড়া থাকবে বলেই মনে করা হচ্ছে। Motorola Razr 40 ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি র‍্যাম, ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে চিনে লঞ্চ হয়েছিল। অন্যদিকে Motorola Razr 40 আলট্রা ফোন ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল চিনে।   


Motorola Razr 40 এবং Motorola Razr 40 আলট্রা ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • মোটোরোলা রেজর ৪০ সিরিজের ফোনে ৬.৯ ইঞ্চির pOLED ইনার ডিসপ্লে থাকতে পারে। Razr 40 Ultra মডেলে ৩.৬ ইঞ্চির pOLED আউটার স্ক্রিন থাকতে পারে। অন্যদিকে Motorola Razr 40 ফোনে ১.৫ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। 

  • Motorola Razr 40 Ultra ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত) এবং ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • Motorola Razr 40 ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ১২ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমেত) থাকতে পারে। অন্যদিকে Motorola Razr 40 Ultra ফোনে একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সমেত) এবং একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। 

  • মোটোরোলা রেজর ৪০ সিরিজের দুটো ফোনেই থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও Motorola Razr 40 Ultra ফোনে থাকতে পারে ৩৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। অন্যদিকে Motorola Razr 40 ফোএ থাকতে পারে ৪২০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের ওয়্যারড ও ৮ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- 'এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্টস', পেয়েছেন পদ্ম পুরস্কার, বিশ্ব পরিবেশ দিবসে ফিরে দেখা তুলসী গৌড়ার অসামান্য কীর্তি