Motorola Smartphones: মোটোরোলা রেজর সিরিজের নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে। এবার দেশে লঞ্চ হয়েছে মোটোরোলা রেজর ৬০ মডেল (Motorola Razr 60)। এই clamshell ফোল্ডেবল ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির pOLED মেন ডিসপ্লে এবং ৩.৬৩ ইঞ্চির কভার স্ক্রিন। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০এক্স চিপসেট রয়েছে। তাছাড়াও রয়েছ ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ইনার ডিসপ্লের উপর ইউজাররা পাবেন ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টার আউটার ডিসপ্লে প্রোটেকশন।
মোটোরোলা রেজর ৬০ ফোনের দাম ভারতে কত, কোথা থেকে কেনা যাবে
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৪৯,৯৯৯ টাকা। ৪ জুন দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে এই ফোনের। কেনা যাবে ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়া ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে। তিনটি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। সঙ্গে রয়েছে তিন ধরনের ব্যাক প্যানেল ফিনিশ।
মোটোরোলা রেজর ৬০ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন মোটোরোলা রেজর ৬০ ফোনে। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে এই ফোনের প্রসেসরের সঙ্গে।
- আউটার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে, ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। মেন সেনসরের সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে।
- মোটোরোলা রেজর ৬০ ফোনে ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্টও রয়েছে। ফোনের ওজন প্রায় ১৮৮ গ্রাম। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে সিকিউরিটি ফিচার হিসেবে।
কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা রেজর ৬০ আলট্রা ফোন
মোটোরোলা রেজর ৬০ আলট্রা ফোনের ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৯,৯৯৯ টাকা। নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের কার্ডের সাহায্যে ফোন কিনলে ইনস্ট্যান্ট ১০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে এবং তার ফলে ফোনের দাম কমে হবে ৮৯,৯৯৯ টাকা। কিন্তু সেটাও যথেষ্ট বেশি। আর তাই ক্রেতাদের জন্য ১২ মাসের নো-কস্ট ইএমআই অপশন রয়েছে। মাসে ৭৫০০ টাকা কিস্তি দিতে হবে।